Logo Logo

প্রধান শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ

কোটালীপাড়ায় টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের টিনসেড ঘর বিক্রির অভিযোগ


Splash Image

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ১৮নং জহরের কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেন হাওলাদারের বিরুদ্ধে টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের একটি টিনসেড ঘর বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী-অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক সম্প্রতি বিদ্যালয়ের পুরোনো টিনসেড ঘরটি কোনো সরকারি টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই তার নিজ এলাকার এক ভাঙ্গারী ব্যবসায়ীর কাছে বিক্রি করেন। বিক্রির টাকাও তিনি নিজে আত্মসাৎ করেছেন বলে অভিযোগ তুলেছেন একাধিক ব্যক্তি, যারা পরিচয় প্রকাশে অনিচ্ছুক।

এলাকার সমাজসেবক অশোক বিশ্বাস বলেন, “কোনো নিয়ম না মেনেই প্রধান শিক্ষক টিনসেড ঘরটি বিক্রি করেছেন। আমরা এলাকাবাসী ওই ঘরটি কিনে পাশের মন্দিরের কাজে ব্যবহার করতে চেয়েছিলাম। কিন্তু তিনি ইচ্ছাকৃতভাবে অন্যত্র বিক্রি করেছেন টাকার লোভে।”

বিদ্যালয়ের অফিস সহকারী সমর অধিকারী জানান, তিনি শুনেছেন ঘরটি উপজেলা অফিসের অনুমতি নিয়ে টেন্ডারের মাধ্যমে বিক্রি করা হয়েছে বলে প্রধান শিক্ষক জানিয়েছেন, তবে বিক্রির অর্থ প্রধান শিক্ষকের কাছেই আছে।

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেন হাওলাদার বলেন, “ঘরটি বহুদিন ধরে অকেজো ছিল। উপজেলা শিক্ষা অফিস ও স্থানীয়দের জানিয়ে ১০ হাজার টাকায় বিক্রি করেছি। এই টাকা বিদ্যালয়ের উন্নয়নে ব্যয় করব।”

তবে উপজেলা শিক্ষা অফিসার শেখর রঞ্জন ভক্ত এ দাবি নাকচ করে বলেন, “তিনি আমাকে ঘর বিক্রির কথা জানালেও আমি কোনো অনুমতি দিইনি। তিনি যদি সত্যিই বিক্রি করে থাকেন, তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। নিয়মবহির্ভূতভাবে সরকারি সম্পত্তি বিক্রির অভিযোগ প্রমাণিত হলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন এলাকাবাসী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...