Logo Logo

ফুটবল বিশ্বকাপ ২০২৬–এর গ্রুপ নির্ধারণ আজ রাতে


Splash Image

ছবি: সংগৃহীত।।

২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ নির্ধারণ আজ ওয়াশিংটনে অনুষ্ঠিত হচ্ছে। কোন দল কোন গ্রুপে পড়বে, ড্রয়ের নিয়ম, পট তালিকা, অংশগ্রহণকারী দল ও জমকালো অনুষ্ঠানের সব তথ্য জানতে পড়ুন বিস্তারিত।


বিজ্ঞাপন


আগামী বছরের জুনে যুক্তরাষ্ট্রে পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর। তার আগে আজ (শুক্রবার) ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনাল ড্র। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হওয়া এই জমকালো আয়োজনে সভাপতিত্ব করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প—আর থাকবেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। অংশগ্রহণকারী দলগুলোর ভাগ্য নির্ধারণী এই ড্রয়ের মাধ্যমে জানা যাবে কোন দল কোন গ্রুপে খেলবে এবং কার সামনে কেমন পথ অপেক্ষা করছে। ড্র অনুষ্ঠানটি সরাসরি দেখা যাবে ফিফার ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে। ফিফা জানিয়েছে, ড্রয়ের পরের দিন শনিবার (৬ ডিসেম্বর) পূর্ণাঙ্গ ম্যাচসূচি প্রকাশ করা হবে।

২০২৬ সালের বিশ্বকাপে ৪৮ দল অংশ নেবে ১২টি গ্রুপে। এরই মধ্যে ৪২ দল জায়গা নিশ্চিত করেছে; বাকী ছয় দল নির্ধারিত হবে আগামী মার্চে ইউরোপিয়ান ও আন্তঃমহাদেশীয় প্লে-অফের মাধ্যমে। যৌথ আয়োজক তিন দেশ—কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র—অটোমেটিকভাবে পট ১-এ জায়গা পেয়েছে এবং তাদের গ্রুপও নির্ধারিত। মেক্সিকো ‘এ’, কানাডা ‘বি’ ও যুক্তরাষ্ট্র ‘ডি’ গ্রুপে থাকবে। ফিফার সর্বশেষ র‍্যাংকিং অনুসারে পট ১–এ আরও আছে স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল, পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম এবং জার্মানি।

র‌্যাংকিং অনুযায়ী বাকি পটগুলো সাজানো হয়েছে। পট ২–এ রয়েছে ক্রোয়েশিয়া, মরক্কো, কলম্বিয়া, উরুগুয়ে, সুইজারল্যান্ড, জাপান, সেনেগাল, ইরান, দক্ষিণ কোরিয়া, ইকুয়েডর, অস্ট্রিয়া ও অস্ট্রেলিয়া। পট ৩-এ আছে নরওয়ে, পানামা, মিশর, আলজেরিয়া, স্কটল্যান্ড, প্যারাগুয়ে, তিউনিসিয়া, আইভরি কোস্ট, উজবেকিস্তান, কাতার, সৌদি আরব ও দক্ষিণ আফ্রিকা।

চতুর্থ পটে রয়েছে জর্ডান, কেপ ভার্দে, ঘানা, কুরাসাও, হাইতি, নিউজিল্যান্ড এবং চারটি ইউরোপীয় প্লে-অফ বিজয়ী দলসহ দুটি আন্তঃমহাদেশীয় প্লে-অফ বিজয়ী দল।

ড্র প্রক্রিয়ায় প্রথমে পট ১ থেকে দলগুলো গ্রুপে বসানো হবে। এরপর পট ২, ৩ ও ৪ থেকে এলোমেলোভাবে বল তুলে দলগুলোকে যথাক্রমে এ থেকে এল গ্রুপে রাখা হবে। তবে একই ফেডারেশনের দুটি দল একই গ্রুপে থাকতে পারবে না—উয়েফা ছাড়া। যেহেতু ইউরোপ থেকে ১৬টি দল অংশ নেবে, তাই এক গ্রুপে দুটি ইউরোপীয় দলের থাকার সুযোগ থাকবে। ফিফা আরও জানিয়েছে, শীর্ষ চার র‌্যাংকিংধারী দল—স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ড—ভিন্ন ভিন্ন পথে থাকবে, যাতে সেমিফাইনালের আগে তারা একে অপরের মুখোমুখি না হয়।

ড্র অনুষ্ঠানকে ঘিরে থাকবে বড় মাপের বিনোদনের আয়োজন। শোটি যৌথভাবে সঞ্চালনা করবেন বিশ্বখ্যাত সুপারমডেল ও টিভি ব্যক্তিত্ব হাইডি ক্লুম এবং আমেরিকান কৌতুক অভিনেতা কেভিন হার্ট। মঞ্চে আনন্দের পরশ যোগাবেন অভিনেতা ও প্রযোজক ড্যানি রামিরেজ। লাইভ পারফরম্যান্সে থাকছেন লিজেন্ডারি ইতালিয়ান টেনর আন্দ্রে বোসেল্লি, জনপ্রিয় গায়ক রবি উইলিয়ামস ও আমেরিকান গায়িকা নিকোল শেরজিঙ্গার। ড্র শেষ হবে আইকনিক ব্যান্ড ভিলেজ পিপলের ‘ওয়াই.এম.সি.এ.’ পরিবেশনার মাধ্যমে।

৪৮ দলের এই বর্ধিত বিশ্বকাপ ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাসে নতুন মাত্রা যোগ করবে। আজকের ড্র–ই প্রথমবারের মতো সেই বৈশ্বিক প্রতিযোগিতার রূপরেখা স্পষ্ট করে দেবে—কাদের সামনে কঠিন পথ, কে বা পেতে পারে অনুকূল প্রতিপক্ষ। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চের লড়াইয়ের আগের এই আয়োজন তাই নজর কাড়বে সারা বিশ্বের।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...