বিজ্ঞাপন
ঘোষণা অনুযায়ী, সুনামগঞ্জ-৪ আসনে প্রার্থী হয়েছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। আর সুনামগঞ্জ-২ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা নাছির উদ্দিন চৌধুরী।
এই দুই আসনে প্রার্থী ঘোষণা ঘিরে এর আগে কর্মী-সমর্থক ও ভোটারদের মধ্যে জল্পনা–কল্পনা এবং আলোচনা–সমালোচনা চলছিল। প্রার্থী ঘোষণার পর কর্মী-সমর্থকদের মধ্যে সৃষ্টি হয়েছে উৎসবের পরিবেশ।
প্রার্থী ঘোষণায় কর্মীদের উচ্ছ্বাস
সুনামগঞ্জ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু বলেন, দলের দুর্দিনে হামলা-মামলা-হুলিয়া উপেক্ষা করে রাজপথে দীর্ঘদিন লড়াই করেছেন অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। তাকে প্রার্থী করায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
তিনি আরও বলেন, “দলের স্বার্থে সবাই ভেদাভেদ ভুলে নুরুল ভাইকে বিজয়ী করতে হবে।”
২ নম্বর আসনে নাছির উদ্দিনকে প্রার্থী করায় সন্তোষ
দিরাই উপজেলা বিএনপির সাবেক স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান রতন কুমার তালুকদার প্রথমেই চেয়ারপার্সন খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করেন। এরপর বলেন,
“দলের দুর্দিনে রাজপথে লড়াই করা নেতা নাছির উদ্দিন চৌধুরী ও অ্যাড. নুরুল ইসলাম নুরুলকে প্রার্থী করায় কেন্দ্রীয় নেতাদের ধন্যবাদ। আগামী নির্বাচনে সুনামগঞ্জের পাঁচটি আসনেই ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
নুরুল ইসলাম নুরুলের কৃতজ্ঞতা ও ঐক্যের আহ্বান
সুনামগঞ্জ-৪ আসনের প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চান। প্রার্থী ঘোষণায় কেন্দ্রীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন,
“এই আসনের সকল ধর্ম–বর্ণের মানুষকে ধন্যবাদ। যারা এতদিন প্রার্থী হওয়ার আকাঙ্ক্ষায় মাঠে ছিলেন, তারাও আমাদের শক্তি। আসুন, সব ভেদাভেদ ভুলে ধানের শীষকে বিজয়ী করি।”
তিনি মনে করেন, বড় রাজনৈতিক দলে প্রতিযোগিতা স্বাভাবিক; তবে শেষ পর্যন্ত সবাই জিয়ার আদর্শের সৈনিক হিসেবেই এক লক্ষ্য নিয়ে কাজ করেন।
‘এটাই জীবনের শেষ নির্বাচন’ — নাছির উদ্দিন চৌধুরী
সুনামগঞ্জ-২ আসনের প্রার্থী নাছির উদ্দিন চৌধুরীও খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন এবং দলের সব পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন,
“এটাই আমার জীবনের শেষ নির্বাচন। দিরাই–শাল্লার সকল মানুষের কাছে অনুরোধ—ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিজয়ী করার সুযোগ দিন।”
সুনামগঞ্জের দুই গুরুত্বপূর্ণ আসনে প্রার্থী ঘোষণার পর স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, ঐক্যবদ্ধ প্রচারণা চালানো গেলে বিএনপি এই দুই আসনেই শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...