বিজ্ঞাপন
ইউরোপের উন্নত জীবনের আশায় অবৈধ পথে লিবিয়া হয়ে ইতালির পথে যাত্রা করেছিল নিশাদ ও রোমান। প্রায় ১ মাস লিবিয়ায় নিখোঁজ থাকার পর বাড়িতে এসেছে তাদের মৃত্যু সংবাদ। করুণ এই ঘটনা ঘটেছে মাদারীপুরের শিবচর উপজেলায়।
ঘটনা সূত্রে জানা গেছে, নিশাদ (২২) এর বাড়ি শিবচরের বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে। তার বাবা লতিফ মাদবর ও মা সাবিনা আক্তার (সংরক্ষিত মহিলা মেম্বার)। রোমান (২২) এর বাড়ি বাশকান্দি ইউনিয়নের ১ নং ওয়ার্ডে। তার বাবার নাম সিরাজ খান। তাদের পরিবারের সাথে কথা বলে জানা যায়, তাদের সাথে কুদ্দুস নামের এক দালালের ২২ লাখ টাকায় ইতালি নেবার কনট্রাক্ট হয়। সেপ্টেম্বর মাসের ৫ তারিখে তাদের সৌদি হয়ে নেয়া হয় লিবিয়া। সম্পূর্ণ অর্থ পরিশোধ করার পর গত ১২ নভেম্বর লিবিয়া হয়ে ইতালি যাবার পথে তাদের সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়। দালালের সাথে যোগাযোগ করা হলে সে বিভিন্ন মিথ্যা আশ্বাস দিতে থাকে।
এদিকে লিবিয়ার বিভিন্ন ফেসবুকের সূত্র থেকে জানা যায়, উক্ত বোটে প্রায় ১২৬ জন লোক ছিলো। এদের মধ্যে ২২ জন জীবন নিয়ে ফেরত এসেছে লিবিয়। বাকি মানুষের খোঁজ এখন পর্যন্ত নেই। বাকি সবাই মারা গেছে এমন কথাও শোনা যাচ্ছিলো। কয়েকটি সূত্র থেকে দেরিতে হলেও জানা গেছে তাদের মৃত্যুর খবর।
তাদের এই সংবাদ প্রচারের পর বিভিন্ন মানুষ জানাতে থাকে স্বজনদের নিখোঁজের কথা। এতে করে অনুমান করা যায় প্রায় ৫০ ঊর্ধ্ব মানুষ এখনো নিখোঁজ আছে। এদিকে নিশাদ ও রোমানের পরিবারে এখন শুধুই কষ্ট। নিশাদের ৬ মাসের ছোট্ট শিশু এখনো জানে না বাবা ডাকার আগেই বাবাকে হারিয়েছে সে। নিশাদের মা কুদ্দুস দালালের বিচার চান। তিনি অনুরোধ করেছেন কেউ যেন এই পথে আর কাউকে না পাঠান।
এদিকে থানা সূত্রে জানা গেছে, এই বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। পেলে তারা যথাযথ ব্যবস্থা নিবেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...