Logo Logo

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিহত


Splash Image

চট্টগ্রামের হাটহাজারী উপজেলাধীন মির্জাপুর ইউনিয়নের চারিয়া বুড়ির পুকুরপাড় এলাকায় চট্টগ্রাম–খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনায় হাটহাজারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. এমরান চৌধুরী (৪২) নিহত হয়েছেন।


বিজ্ঞাপন


শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মোটরসাইকেলযোগে গন্তব্যস্থলে যাচ্ছিলেন এমরান চৌধুরী। এসময় বিপরীত দিক থেকে আসা চট্টগ্রাম-খ-২৯৪৪ নম্বরের একটি জীপের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত এমরান চৌধুরী মৃত বাদশা মিয়া চৌধুরীর ছেলে এবং চারিয়া এলাকার স্থায়ী বাসিন্দা বলে জানিয়েছেন স্থানীয়রা।

দুর্ঘটনায় মোহাম্মদ আরিফ (২৮) নামে আরও একজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করেন। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

খবর পেয়ে নাজিরহাট হাইওয়ে থানার একটি পুলিশ টিম ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত জীপটি জব্দ করে এবং নিহতের মরদেহ সুরতহালের জন্য মর্গে পাঠায়।

ঘটনাটিকে ঘিরে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...