Logo Logo

ব্রিসবেনেও বিধ্বস্ত ইংল্যান্ড, সিরিজ জয়ের পথে অস্ট্রেলিয়া


Splash Image

ছবি: সংগৃহীত।।

অ্যাশেজে টানা দ্বিতীয় টেস্টেও ৮ উইকেটে অস্ট্রেলিয়ার কাছে হারল ইংল্যান্ড। নেসারের পাঁচ উইকেট ও স্মিথের ঝড়ো ব্যাটিংয়ে ব্রিসবেনে দাপুটে জয় পায় স্বাগতিকরা; সিরিজে ২-০ তে এগিয়ে অজি দল।


বিজ্ঞাপন


অ্যাশেজ সিরিজে টানা দ্বিতীয় বড় হারের স্বাদ পেল ইংল্যান্ড। পার্থে দুই দিনের মধ্যে অস্ট্রেলিয়ার কাছে হারের পর ব্রিসবেন টেস্টেও তারা বের হতে পারেনি ব্যাটিং ব্যর্থতার চক্র থেকে। যদিও দ্বিতীয় ইনিংসে পার্থের মতো ধস নামেনি, তবু শেষ পর্যন্ত ৮ উইকেটের ব্যবধানে হেরেই মাঠ ছাড়তে হয়েছে বেন স্টোকসের দলকে। এই জয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া, আর পরিসংখ্যান বলছে—পাঁচ ম্যাচের সিরিজে প্রথম দুই টেস্ট জিতে সিরিজ হারার ঘটনা একবারই ঘটেছে, সেটিও ইংল্যান্ডের ক্ষেত্রেই ১৯৩৬-৩৭ মৌসুমে।

চতুর্থ দিনের খেলা শুরু হয়েছিল ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস ৬ উইকেটে ১৩৪ রান নিয়ে। ইনিংস হার এড়াতে প্রয়োজন ছিল আরও ৪৩ রান। আগের দিনের দুই অপরাজিত ব্যাটার বেন স্টোকস ও জ্যাক উইলস সতর্ক ব্যাটিংয়ে চাপ সামলান এবং স্কোরবোর্ডে তোলেন ১৯৩ রান। স্টোকস ১৪৮ বলে ৫০ রান পূর্ণ করার পর দলীয় ২২৪ রানে জ্যাক উইলস আউট হন স্টিভ স্মিথের এক চমকপ্রদ ক্যাচে। তাদের ২২১ বলে ৯৬ রানের জুটি ভাঙার পর আর প্রতিরোধ গড়তে পারেনি ইংল্যান্ড। অল্প সময়েই পড়ে যায় বাকি তিন উইকেট। ২৪১ রানে থামে তাদের দ্বিতীয় ইনিংস, যেখানে মাইকেল নেসার একাই নেন ৫ উইকেট।

মাত্র ৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেই শুরুটা ভাল হয়নি অস্ট্রেলিয়ার। অ্যাটকিনসনের টানা দুই ওভারে তারা হারায় ট্রাভিস হেড (২২) ও মার্নাস লাবুশেনকে (৩)। তবে স্মিথ নামতেই ম্যাচের গতি দ্রুত অস্ট্রেলিয়ার দিকে ঘুরে যায়। মাত্র ৯ বলেই চারটি বাউন্ডারি—দুটি চার ও দুটি ছক্কা—মেরে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। জেক ওয়েদারাল্ড ১৭ রানে অপরাজিত থেকে সঙ্গ দিলেও স্মিথ ২৩ রানে থেকে দলের জয়সূচক ছক্কা হাঁকান দশম ওভারে। মাত্র ১০ ওভারে ২ উইকেটে ৬৯ রান করে সহজ জয় নিশ্চিত করে অজিরা।

ম্যাচজুড়ে দারুণ বোলিংয়ে আলো ছড়ান মিচেল স্টার্ক। প্রথম ইনিংসে ৬ উইকেটসহ পুরো ম্যাচে ৮ উইকেট এবং ব্যাট হাতে ৭৭ রানের ইনিংস খেলে হয়েছেন ম্যাচসেরা। ২-০ তে এগিয়ে থাকা অস্ট্রেলিয়া সিরিজ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে আগামী ১৭ ডিসেম্বর অ্যাডিলেডে মুখোমুখি হবে ইংল্যান্ডের।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...