ছবি: সংগৃহীত।।
বিজ্ঞাপন
আগামী ১৬ ডিসেম্বর আইপিএলের মিনি নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রাথমিকভাবে ১,৩৫৫ জন খেলোয়াড় নিবন্ধন করলেও শেষ পর্যন্ত যাচাই–বাছাই করে ৩৫০ জনের সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছে বিসিসিআই। ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে পাঠানো এক মেইলে জানানো হয়েছে যে স্থানীয় সময় দুপুর ১টা এবং বাংলাদেশ সময় বিকেল ৩টায় এই নিলাম শুরু হবে। নির্বাচিত ৩৫০ জনের মধ্যে রয়েছেন ২৪০ জন ভারতীয় এবং ১১০ জন বিদেশি খেলোয়াড়। এ তালিকায় নতুন করে যুক্ত করা হয়েছে আরও ৩৫ জন ক্রিকেটারকে।
মোট ৭৭টি খেলোয়াড় স্লট এখনো খালি রয়েছে, যার মধ্যে বিদেশি স্লট ৩১টি। সবচেয়ে বেশি বেতনসীমা রয়েছে কলকাতা নাইট রাইডার্সের হাতে—৬৪ কোটি ৩০ লাখ রুপি। তারা এখনো ১৩ জন খেলোয়াড় কিনতে পারবে, যার মধ্যে ৬ জন বিদেশি। বাংলাদেশ থেকে নিলামের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, রাকিবুল হাসান ও শরিফুল ইসলাম। প্রাথমিক তালিকায় থাকলেও চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন সাকিব আল হাসান।
৪০ জন ক্রিকেটারের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ২ কোটি রুপি, যেখানে একমাত্র বাংলাদেশি হিসেবে আছেন মুস্তাফিজুর রহমান। গত মৌসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা এই বাঁহাতি পেসার আইপিএলে এখন পর্যন্ত ৬০টি ম্যাচে অংশ নিয়েছেন। রিশাদ, তাসকিন, নাহিদ, শরিফুল ও তানজিমের ভিত্তিমূল্য রাখা হয়েছে ৭৫ লাখ রুপি এবং রাকিবুল হাসানের ভিত্তিমূল্য ৩০ লাখ রুপি।
নতুন সংযোজনের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। এক ফ্র্যাঞ্চাইজির অনুরোধে তাকে নিলামে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবারের নিলামে তার ভিত্তিমূল্য ১ কোটি রুপি, যা আগের মেগা নিলামের অর্ধেক। গত মৌসুমে কলকাতা নাইট রাইডার্স তাকে ২ কোটি রুপিতে দলে নিলেও ব্যর্থ মৌসুমের পর তাকে ছেড়ে দেয় দলটি। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক অবসর ভেঙে দুর্দান্ত পারফরম্যান্স করে আবারও ফ্র্যাঞ্চাইজিদের নজর কেড়েছেন এই প্রোটিয়া উইকেটকিপার-ব্যাটার।
এ ছাড়া নতুন যুক্ত হওয়া খেলোয়াড়দের তালিকায় আছেন শ্রীলঙ্কার ত্রাভিন ম্যাথু, বিনুরা ফার্নান্দো, কুশল পেরেরা ও দুনিথ ভেল্লালাগে। বিসিসিআই জানিয়েছে, নিলামের সূচনা হবে ক্যাপড খেলোয়াড়দের ব্যাটার, অলরাউন্ডার, উইকেটকিপার/ব্যাটার, ফাস্ট বোলার ও স্পিন বোলার বিভাগ দিয়ে। পরে নিলামে তোলা হবে আনক্যাপড ক্রিকেটারদের।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...