Logo Logo

সাবেক ইউএনও’র স্বাক্ষর জাল করে ভুয়া কাগজে পুকুর খনন, ব্যবসায়ীকে জরিমানা


Splash Image

সিরাজগঞ্জের তাড়াশে সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুইচিং মং মারমার স্বাক্ষর জাল করে ভুয়া কাগজ তৈরি করে পুকুর খনন করেছেন এক ব্যবসায়ী। পুকুরের মাটি কেটে বিক্রির সময় মাটি ভর্তি একটি ট্রাক জব্দসহ ওই ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৯ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নওগাঁ ইউনিয়নের চৌপাকিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জরিমানাপ্রাপ্ত ব্যবসায়ীর নাম মোঃ মামুন হোসেন। তার বাড়ি সিরাজগঞ্জ পৌর এলাকায়। অভিযানের নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তাড়াশ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বলেন, উপজেলার নওগাঁ ইউনিয়নের চৌপাকিয়া এলাকায় সাবেক ইউএনও সুইচিং মং মারমা এর স্বাক্ষরিত জাল কাগজ তৈরি করে রাতে অবৈধভাবে খননযন্ত্র দিয়ে পুকুরের মাটি খনন করে, অন্যত্র বিক্রি করছিলেন। স্থানীয় সূত্রে এমন খবর পেয়ে গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সেখান উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়।

তিনি আরো বলেন, এরপর উপজেলার নওগাঁ ইউনিয়নের চৌপাকিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। এসময় মাটি ভর্তি একটি ট্রাক জব্দ করে মামুন হোসেনকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময়ে ঘটনাস্থল থেকে খনন যন্ত্রের ব্যাটারি খুলে নিয়ে আসা হয়। এই অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...