ছবি: সংগৃহীত।।
বিজ্ঞাপন
আসন্ন বিপিএলের দ্বাদশ আসরে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। নিলাম শুরুর আগেই স্থানীয় ও বিদেশি ক্রিকেটারদের নিয়ে দল সমৃদ্ধ করতে কাজ শুরু করেছিল নতুন এই ফ্র্যাঞ্চাইজি। তবে নিলাম শেষে তাদের স্কোয়াড নিয়ে পাওয়া প্রতিক্রিয়া ছিল মিশ্র। দলের ব্র্যান্ড মূল্য বাড়াতে পরে জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দেয় নোয়াখালী এক্সপ্রেস, যিনি বৃহস্পতিবার আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করেন। চুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্র্যাঞ্চাইজিটির মালিক ও ব্যবস্থাপনা পরিচালক বজলুর রহমান রতন। অধিনায়ক নির্বাচন বিষয়ে প্রশ্ন করলে রতন জানান, জাকের আলি অনিক তার পছন্দের তালিকায় নেই; বরং তিনি নবী বা কুশল মেন্ডিসকে অধিনায়ক হিসেবে দেখতে চান। দলের পরিকল্পনায় কোচ খালেদ মাহমুদ সুজনেরও মতামত গুরুত্ব পাবে বলে উল্লেখ করেন তিনি। সম্ভাব্য নেতৃত্বের তালিকায় সৌম্য সরকারের নামও রয়েছে।
২০২৬ বিপিএলের জন্য নোয়াখালী এক্সপ্রেসের স্কোয়াডে রাখা হয়েছে হাসান মাহমুদ, সৌম্য সরকার, কুশল মেন্ডিস, জনসন চার্লস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনিক, হাবিবুর রহমান সোহান, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, রেজাউর রহমান রাজা, নাজমুল ইসলাম অপু, আবু হাসিম, মেহেদী হাসান রানা, সৈকত আলী, সাব্বির হোসেন, রহমতউল্লাহ আলী, ইহসানউল্লাহ খান, হায়দার আলী ও মোহাম্মদ নবিকে। সব মিলিয়ে প্রথমবারের মতো বিপিএলে অংশ নিতে যাওয়া নোয়াখালী এক্সপ্রেসকে ঘিরে সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...