Logo Logo

বিশ্বকাপ টিকিটের চড়া দাম নিয়ে ফিফার সমালোচনায় মেয়র মামদানি


Splash Image

ছবি: সংগৃহীত।।

২০২৬ বিশ্বকাপের টিকিটের চড়া দাম ও ডায়নামিক প্রাইসিং নিয়ে ফিফার সমালোচনা করেছেন নিউইয়র্কের নির্বাচিত মেয়র জোহরান মামদানি।


বিজ্ঞাপন


২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিট বিক্রির তৃতীয় ও শেষ ধাপ শুরু হতেই ফিফা তীব্র সমালোচনার মুখে পড়েছে। সূচি, আয়োজক শহর ও গ্রুপ বিন্যাস প্রকাশের পর ঘোষিত টিকিটের দাম অনেকের কাছেই অস্বাভাবিক ও অতিরিক্ত বলে মনে হচ্ছে। বিশেষ করে ফাইনাল ম্যাচের টিকিটের মূল্য ঘিরে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠেয় বিশ্বকাপ ফাইনালের শীর্ষ ক্যাটাগরির একটি টিকিটের দাম প্রায় ৯ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে, যা আগের বিশ্বকাপের তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি।

টিকিটের উচ্চমূল্য নিয়ে সরব হয়েছেন নিউইয়র্কের নির্বাচিত মেয়র জোহরান মামদানি। তিনি বলেছেন, বিশ্বকাপের মতো বৈশ্বিক আয়োজনের টিকিটের দাম নিউইয়র্কবাসীর জন্য ন্যায্য হওয়া উচিত, বিশেষ করে যখন এই অঞ্চলেই শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে। ‘কুলিগানস’ ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ফিফার ডায়নামিক প্রাইসিং ব্যবস্থার সমালোচনা করেন এবং নির্দিষ্ট দামে টিকিট বিক্রি ও স্থানীয় বাসিন্দাদের জন্য ছাড় দেওয়ার দাবি জানান।

মামদানি কাতার বিশ্বকাপ ২০২২ ও রাশিয়া বিশ্বকাপ ২০১৮–এর উদাহরণ টেনে বলেন, আগের আসরগুলোতে নির্দিষ্ট দামে এবং স্থানীয় সমর্থকদের কথা বিবেচনায় রেখে টিকিট বিক্রি করা হয়েছিল। তাঁর মতে, নিউইয়র্ক এমনিতেই বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরগুলোর একটি, তার ওপর বিশ্বকাপের উত্তেজনায় টিকিটের দাম আকাশছোঁয়া হলে সাধারণ মানুষ মাঠে গিয়ে খেলা দেখার সুযোগ থেকে বঞ্চিত হবে।

বিশ্বকাপ চলাকালে যত বেশি সম্ভব নিউইয়র্কবাসীকে স্টেডিয়ামে খেলা দেখার সুযোগ করে দেওয়াই তাঁর প্রধান লক্ষ্য বলে জানান মামদানি। তিনি বলেন, ফিফা নির্দিষ্ট দামে কিছু টিকিট দেওয়ার কথা বলেছে, যা ইতিবাচক হলেও এখনো অনেক কাজ বাকি। ২০২৬ সালের ১১ জুন শুরু হতে যাওয়া ২৩তম ফিফা বিশ্বকাপের ফাইনাল ১৯ জুলাই অনুষ্ঠিত হবে, আর নিউইয়র্কে মোট আটটি ম্যাচ আয়োজন করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...