Logo Logo

রেসলিংকে বিদায় জানালেন কিংবদন্তি জন সিনা


Splash Image

ছবি: সংগৃহীত।।

দুই দশকের রেসলিং ক্যারিয়ারের শেষ লড়াইয়ে অপ্রত্যাশিত পরাজয়, আবেগঘন বিদায় নিলেন জন সিনা।


বিজ্ঞাপন


গত বছরই পেশাদার রেসলিং থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন জন সিনা। শনিবার রাতে পর্দা নামল ডব্লিউডব্লিউই–তে দুই দশকেরও বেশি সময় ধরে চলা তাঁর বর্ণাঢ্য রেসলিং ক্যারিয়ারের। ‘স্যাটার্ডে নাইট’স মেইন ইভেন্ট’-এ গান্থারের বিপক্ষে শেষ ম্যাচে লড়াই করলেও ক্যারিয়ারের শেষটা হলো অপ্রত্যাশিত ও বিব্রতকর হারে। ম্যাচের শেষ মুহূর্তে গান্থারের স্লিপার হোল্ডে ট্যাপ আউট করেন সিনা, যা প্রায় দুই দশকের ক্যারিয়ারে খুবই বিরল এক দৃশ্য।

প্রিয় রেসলারের এমন বিদায় মেনে নিতে পারেননি দর্শকরা। ক্যাপিটাল ওয়ান এরেনায় উপস্থিত দর্শকদের একাংশ বিস্মিত হয়ে পড়েন, অন্য অংশ ক্ষোভ প্রকাশ করেন। ম্যাচ শেষে গান্থারকে বাড়তি নিরাপত্তার মধ্যে রিং ছাড়তে হয় এবং গ্যালারি থেকে তাকে দুয়ো শুনতে হয়। আবেগঘন পরিবেশে পুরো এরেনাজুড়েই ছড়িয়ে পড়ে হতাশা ও নীরবতা।

ম্যাচের শুরু থেকেই উত্তেজনা ছিল তুঙ্গে। প্রথমে রিংয়ে প্রবেশ করেন গান্থার, তখনই গ্যালারিতে শুরু হয় দুয়ো। কিছুক্ষণ পর আইকনিক থিম মিউজিকে রিংয়ে নামেন ১৭ বারের বিশ্বচ্যাম্পিয়ন জন সিনা। শেষ লড়াইয়ে নামা সিনাকে ঘিরে দর্শকদের আবেগ যেন উপচে পড়ে। ম্যাচে গান্থার শুরু থেকেই আধিপত্য বজায় রাখেন, যদিও সিনা ফাইভ নকল শাফল ও এসটিএফসহ নিজের একাধিক ট্রেডমার্ক মুভ ব্যবহার করে দর্শকদের আশা জাগান।

তবে ম্যাচের নিয়ন্ত্রণ শেষ পর্যন্ত নিজের হাতেই রাখেন গান্থার। একপর্যায়ে স্লিপার হোল্ডে প্রায় অচেতন করে দেন সিনাকে। মাঝপথে ঘুরে দাঁড়ানোর আভাস মিললেও শেষ মুহূর্তে আত্মসমর্পণ করতে বাধ্য হন সিনা। ট্যাপ আউটের সঙ্গে সঙ্গেই পুরো এরেনায় নেমে আসে নিস্তব্ধতা, যা তাঁর বিদায়ের বেদনাকে আরও গভীর করে তোলে।

ম্যাচ শেষে রিংয়ে উপস্থিত হন কার্ট অ্যাঙ্গল, মার্ক হেনরি, রব ভ্যান ড্যাম, ট্রিশ স্ট্রাটাস ও মিশেল ম্যাকুলসহ ডব্লিউডব্লিউই–এর আরও কয়েকজন তারকা। বড় পর্দায় দেখানো হয় সিনার দীর্ঘ ক্যারিয়ারের স্মরণীয় মুহূর্তগুলো। আবেগঘন সেই পরিবেশে রিংয়ের মাঝখানে নিজের বুট রেখে দেন সিনা, ক্যামেরার দিকে তাকিয়ে স্যালুট জানিয়ে বলেন, ‘এত বছর ধরে আপনাদের জন্য কাজ করতে পেরে আনন্দিত। ধন্যবাদ।’

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...