Logo Logo

ফরিদপুরে বিজয় দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও র‍্যালি


Splash Image

মহান বিজয় দিবস উপলক্ষে ফরিদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫৫তম বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় শহরের জনতা ব্যাংকের মোড়ে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে একটি র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মওলানা বদরুদ্দীন আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ইমতিয়াজ উদ্দিন আহমেদ।

আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও ফরিদপুর সদর-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর আব্দুল তাওয়াব।

বক্তারা বলেন, স্বাধীনতার ৫৫ বছর পার হলেও দেশের জনগণ প্রকৃত স্বাধীনতার সুফল থেকে বঞ্চিত রয়েছে। তারা অভিযোগ করেন, বিগত ফ্যাসিবাদী সরকার জনগণের বাকস্বাধীনতা হরণ করে ইচ্ছামতো দেশ পরিচালনা করেছে এবং সাধারণ মানুষের মতামতকে উপেক্ষা করেছে। এরই ধারাবাহিকতায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে বলে তারা দাবি করেন।

বক্তারা আরও বলেন, ৫ আগস্ট ক্ষমতা পরিবর্তনের পর বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছে। বর্তমানে দেশের মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে।

আলোচনা সভায় জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। একইসঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান বক্তারা।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সংগঠনটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...