বিজ্ঞাপন
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। এরপর শহরের স্বাধীনতার অম্লান স্মৃতিস্তম্ভে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় জেলা প্রশাসন, জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পুলিশসহ বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল, সাংবাদিক সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
সকালে পৌর মাঠে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং দিবস উদযাপনের মূল কর্মসূচি শুরু হয়। এ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিজয় মেলার আয়োজন করা হয়।
এছাড়াও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, দোয়া মাহফিল ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। বিভিন্ন মসজিদ, মন্দির ও উপাসনালয়ে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। দিনব্যাপী এসব কর্মসূচিতে জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা পরিষদের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মহান বিজয় দিবসের এসব আয়োজনে নীলফামারী জেলা জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। লাল-সবুজের সাজে সেজে ওঠে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ ভবনসমূহ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...