Logo Logo

মুক্তিযুদ্ধের চেতনা ধারন করে শিবচরে মহান বিজয় দিবস উদযাপন


Splash Image

যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মাদারীপুরের শিবচরে মহান বিজয় দিবস ২০২৫ পালিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবসের প্রথম প্রহরে শিবচর উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।


বিজ্ঞাপন


উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার এইচ এম ইবনে মিজান ও সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপজেলার বীর মুক্তিযোদ্ধারাও ফুল দিয়ে শহীদদের স্মরণ করেন।

এরপর সকাল ৯টায় হাতিরবাগান মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজয় দিবস উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তাদের পাশাপাশি শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের পরিবেশিত নৃত্য ও অভিনয় উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে উপহার তুলে দেওয়া হয়।

বিকালে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার এইচ এম ইবনে মিজান ও সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা মুক্তিযোদ্ধাদের মহান অবদান ও কৃতিত্ব তুলে ধরেন। এ সময় তাদের হাতে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

দিনের শেষ ভাগে উপজেলা শিল্পকলা চত্বরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিল্পী নৃত্য ও সংগীত পরিবেশন করেন। একই স্থানে আয়োজিত বিজয় মেলায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়, যা দিবসটির আনন্দ ও উৎসবের আমেজকে আরও প্রাণবন্ত করে তোলে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...