Logo Logo

সমালোচনার মুখে বিশ্বকাপ টিকিটের দাম কমাতে বাধ্য হলো ফিফা


Splash Image

ছবি: সংগৃহীত।।

২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিটের অতিরিক্ত মূল্য নিয়ে সমালোচনার মুখে অবস্থান বদলেছে ফিফা। ইউরোপীয় সমর্থকদের ক্ষোভের পর প্রতিটি ম্যাচে ৬০ ডলারের সীমিত টিকিট রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।


বিজ্ঞাপন


২০২৬ ফুটবল বিশ্বকাপের সূচি ও ড্র চূড়ান্ত হওয়ার পর টিকিটের মূল্য নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। প্রথম দফায় ঘোষিত অতিরিক্ত টিকিটমূল্যে ক্ষুব্ধ ইউরোপের ফুটবলভক্তদের তীব্র প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত অবস্থান বদলাতে বাধ্য হয়েছে ফিফা।

গত সপ্তাহে জার্মান সকার ফেডারেশন গ্রুপপর্ব থেকে ফাইনাল পর্যন্ত বিভিন্ন ম্যাচের টিকিটমূল্য প্রকাশ করলে সমালোচনার ঝড় ওঠে, যেখানে গ্রুপপর্বের টিকিটের দাম ১৮০ থেকে ৭০০ ডলার এবং ফাইনালের সর্বনিম্ন দাম ছিল ৪ হাজার ১৮৫ ডলার। এই পরিস্থিতিতে ফিফা ঘোষণা দিয়েছে, ফাইনালসহ প্রতিটি ম্যাচেই নির্দিষ্ট সংখ্যক ৬০ ডলারের টিকিট রাখা হবে, যা ‘সাপোর্টার এন্ট্রি টায়ার’ নামে পরিচিত হবে এবং অংশগ্রহণকারী দেশগুলোর ফুটবল ফেডারেশনের মাধ্যমে সমর্থকদের মাঝে বণ্টন করা হবে।

সংবাদ সংস্থা এপির তথ্য অনুযায়ী, ব্যাপক সমালোচনার মুখে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর এমন সিদ্ধান্ত পরিবর্তন বিরল ঘটনা। প্রতিটি ম্যাচে দলগুলো ৪০০ থেকে ৭৫০টি পর্যন্ত এই কম মূল্যের টিকিট পাবে বলে জানিয়েছে ফিফা। যদিও সংস্থাটি সিদ্ধান্ত পরিবর্তনের সুনির্দিষ্ট কারণ জানায়নি, তবে তাদের দাবি, জাতীয় দলকে সমর্থন দিতে ভ্রমণকারী সমর্থকদের সহায়তার লক্ষ্যেই এই পদক্ষেপ। তবে ইউরোপভিত্তিক সমর্থক সংগঠন ‘ফুটবল সাপোর্টার্স ইউরোপ’ বলছে, সীমিত সংখ্যক টিকিটের দাম কমানো আসলে নেতিবাচক প্রতিক্রিয়া সামাল দেওয়ার কৌশল, যা ফিফার দুর্বল টিকিট নীতিরই প্রমাণ।

১৬টি শহরে অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপে ৪৮ দল অংশ নেবে এবং ফিফা অন্তত ১০ বিলিয়ন ডলার রাজস্ব আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে। এর মধ্যেই নতুন ধাপে ২০ মিলিয়নের বেশি মানুষ টিকিটের জন্য আবেদন করলেও সমর্থকদের দাবি, অধিকাংশ দর্শককে এখনও আগের যেকোনো বিশ্বকাপের তুলনায় অনেক বেশি দামে টিকিট কিনতে হবে, যা ফুটবলপ্রেমীদের হতাশা আরও বাড়িয়ে তুলছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...