Logo Logo

১৯তম চট্টগ্রাম জেলা রোভার মুট উপলক্ষে প্রেস ব্রিফিং সম্পন্ন


Splash Image

আগামী ২০ থেকে ২৪ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ দিনব্যাপী ১৯তম চট্টগ্রাম জেলা রোভার মুট-২০২৫। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) নগরীর চট্টগ্রাম কলেজস্থ জেলা রোভার কার্যালয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, এ রোভার মুটে চট্টগ্রামসহ পার্শ্ববর্তী জেলার কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার প্রায় শতাধিক রোভার স্কাউট গ্রুপের সদস্য, শতাধিক কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকসহ প্রায় সহস্রাধিক অংশগ্রহণ করবেন। পাঁচ দিনব্যাপী এই আয়োজনকে ঘিরে মুখরিত থাকবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

রোভার মুটকে রোভার স্কাউটদের মিলনমেলা হিসেবে উল্লেখ করে আয়োজকরা বলেন, এই মুটের মাধ্যমে রোভার স্কাউট ও গার্ল-ইন রোভার সদস্যরা পারস্পরিক সহমর্মিতা, সৌহার্দ্য ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবে। প্রকৃতির সান্নিধ্যে থেকে তারা নেতৃত্ব, শৃঙ্খলা, আত্মনির্ভরতা ও সামাজিক দায়বদ্ধতার বাস্তব শিক্ষা গ্রহণ করবে। একই সঙ্গে এটি তারুণ্যের শক্তি, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার একটি বড় আয়োজন।

প্রেস ব্রিফিংয়ে আরও বলা হয়, প্রযুক্তিনির্ভর বর্তমান প্রজন্মের জন্য বাস্তব জীবনে মানসিক দৃঢ়তা, সহনশীলতা ও মানবিক সংযোগ অত্যন্ত জরুরি। রোভার মুটে অবস্থানকালে তরুণ-তরুণীরা সীমিত সম্পদ ও বিরূপ পরিবেশে টিকে থাকার কৌশল রপ্ত করবে, দলগত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা অর্জন করবে এবং ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার মানসিকতা গড়ে তুলবে।

এবারের রোভার মুটের থীম নির্ধারণ করা হয়েছে— ‘দক্ষতার দীক্ষা নিয়ে, রোভার চলে নির্ভয়ে।’

মুটের সকল কার্যক্রম চারটি সাব-ক্যাম্পের মাধ্যমে পরিচালিত হবে এবং মোট ১৫টি টার্গেটভিত্তিক কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়।

প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন প্রফেসর মো. ফজলুল কাদের চৌধুরী এলটি, মুট চিফ, ১৯তম চট্টগ্রাম জেলা রোভার মুট-২০২৫ ও কমিশনার, বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলা রোভার। তিনি স্কাউটিং কার্যক্রমকে আরও বেগবান করতে গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীন, অধ্যক্ষ মোহাম্মদ নঈম উদ্দীন হাসান তিবরিজী, কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ খালেদুর রহমান, সম্পাদক এ জেড এম বোরহান উদ্দীন (এএলটি), সহকারি কমিশনার এস এম আফজর রহমান এলটি,সহকারি কমিশনার রাশেদা আক্তার,রোভার স্কাউট লিডার প্রতিনিধি মোহাম্মদ ওমর ফারুক,আরএসএল প্রতিনিধি ফরিদুল আলম, সহযোজিত সদস্য মু. জাহিদুল ইসলামসহ বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলা রোভারের নির্বাহী কমিটি, ১৯তম রোভার মুটের সাংগঠনিক কমিটির সদস্য ও বিভিন্ন কলেজের আরএসএল প্রতিনিধিরা এবং মিডিয়া কমিটির সদস্য আনিস আহমদ শাহ ও মোরশেদ তালুকদার।

এছাড়াও প্রেস ব্রিফিংয়ে রোভার জাহেদ মিয়া, রোভার ইসরাক রহমান রাফি সহ অন্যান্য রোভার সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক- সাইফুল ইসলাম, চট্টগ্রাম।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...