বিজ্ঞাপন
বৃহস্পতিবার মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এম.এ. মুহাইমিন আল-জিহান-এর কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনূর রহমান সরকার দোলন।
এ সময় উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা বিএনপির সদস্য ও সাবেক ভিপি গোলাম মস্তুফা,পৌর বিএনপির সদস্য সচিব এডভোকেট আব্দুল হান্নান,উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় দলীয় নেতৃবৃন্দ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছে। তারা আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনে বিএনপি বিজয় অর্জন করবে বলে তারা আশাবাদী।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...