Logo Logo

হাদির কবরের পাশে বসে কান্নায় ভেঙে পড়লেন হাসনাত আব্দুল্লাহ


Splash Image

ছবি : সংগৃহীত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের কাছেই চিরনিদ্রায় শায়িত হলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।


বিজ্ঞাপন


শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশের কবরস্থানে জাতীয় কবির পাশে তাকে সমাহিত করা হয়।

কবরে হাদিকে শোয়ানোর পরপরই আবেগ ধরে রাখতে পারেননি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শোকের ভারে তিনি কান্নায় ভেঙে পড়েন। বাকরুদ্ধ হয়ে চোখের জল আর ধরে রাখতে না পেরে পাশে থাকা একটি ইটের দেয়ালে বসে পড়েন তিনি। নীরবতা আর অশ্রুই তখন তার অনুভূতির একমাত্র ভাষা হয়ে ওঠে।

এর আগে দুপুর ২টা ৩৩ মিনিটে অনুষ্ঠিত জানাজায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিভিন্ন শ্রেণি ও পেশার হাজারো মানুষ অংশ নেন। প্রিয় মানুষটিকে শেষ বিদায় জানাতে জানাজাস্থলে মানুষের ঢল নামে।

জানাজা শেষে বিকেল ৩টার দিকে হাদির মরদেহ বহনকারী গাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ এলাকায় পৌঁছায়। সেখানে তার বড় ভাই আবু বকর সিদ্দিক জানাজার নামাজ পরিচালনা করেন। জানাজার পুরো সময়জুড়ে কান্না, নীরবতা ও গভীর শোকে আচ্ছন্ন হয়ে পড়ে পুরো এলাকা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...