Logo Logo

তাহিরপুরে ট্রাকচাপায় যুবকের মর্মান্তিক মৃত্যু


Splash Image

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ট্রাকচাপায় সোলেমান মিয়া (২১) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার উত্তরশ্রীপুর ইউনিয়নের চারাগাঁও বাজার সংলগ্ন কাস্টম রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত সোলেমান মিয়া চারাগাঁও গ্রামের মো. মনা মিয়া ও নাজমা বেগম দম্পতির সন্তান।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সোলেমান মিয়া ব্যক্তিগত কাজে চারাগাঁও বাজার সংলগ্ন কাস্টম রোড দিয়ে যাচ্ছিলেন। এসময় একটি দ্রুতগতির ট্রাক তাকে সজোরে চাপা দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই সোলেমানের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালালেও ততক্ষণে তার প্রাণস্পন্দন থেমে যায়। ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি দ্রুত এলাকা ত্যাগ করে পালিয়ে যেতে সক্ষম হয়।

তরুণ এই যুবকের অকাল মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত সোলেমানের পরিবার ও স্বজনদের আর্তনাদে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। একমাত্র সন্তানকে হারিয়ে মা-বাবা এখন দিশেহারা।

ঘটনার পর স্থানীয় থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। বিষয়টি নিশ্চিত করে স্থানীয় প্রশাসন জানিয়েছে, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িত ট্রাকটি শনাক্ত করার চেষ্টা চলছে। এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...