Logo Logo

এখন নেইমারকে কেনা হবে শুধু জার্সি বিক্রির জন্য


Splash Image

ছবি: সংগৃহীত।।

নেইমার মানেই একসময় ছিল ড্রিবলিংয়ের জাদু আর গ্যালারিভর্তি উন্মাদনা। বার্সেলোনা ও পিএসজিতে তাঁর পায়ের কারুকাজে স্টেডিয়াম গর্জে উঠত। কিন্তু সময়ের নিষ্ঠুর বাস্তবতায় এখন সেই নেইমার ৩৩ বছরের, বারবার চোটে জর্জরিত এক তারকা।


বিজ্ঞাপন


সৌদি ক্লাব আল-হিলালে গুরুতর চোটে পড়ার পর নাড়ির টানে শৈশবের ক্লাব সান্তোসে ফিরলেও নিয়মিত খেলার ছন্দে ফিরতে পারেননি তিনি। এর প্রভাব পড়েছে জাতীয় দলেও—ব্রাজিল দলে জায়গা হারিয়েছেন নেইমার।

তবু স্বপ্ন ছাড়ছেন না এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ২০২৬ বিশ্বকাপে খেলাই তাঁর বড় লক্ষ্য। সে কারণেই নিজেকে আবার শীর্ষ পর্যায়ের ফুটবলে প্রমাণ করতে চান তিনি। সান্তোসের সঙ্গে তাঁর চুক্তি শেষ হচ্ছে আগামী ৩১ ডিসেম্বর। এরপর ইংলিশ প্রিমিয়ার লিগের কোনো ক্লাবে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। তবে এই সম্ভাবনাকে ভালো চোখে দেখছেন না সাবেক ইংলিশ উইঙ্গার ক্রিস ওয়াডল। তাঁর মতে, এখন কোনো ইংলিশ ক্লাব নেইমারকে দলে নিলে তা ফুটবলীয় কারণে নয়, বরং বাণিজ্যিক স্বার্থে—জার্সি বিক্রি ও প্রচারের জন্যই হবে।

ওয়াডলের দাবি, প্রিমিয়ার লিগের মতো দমছুট গতির ফুটবলে নেইমারের মানিয়ে নেওয়া কঠিন হবে। হাঁটুর গুরুতর চোটের ইতিহাস থাকায় মাঠের পারফরম্যান্সে তিনি খুব বেশি অবদান রাখতে পারবেন না বলেই মনে করেন তিনি। এমনকি নেইমার ব্রাজিল দলে ফিরলেও বিশ্বকাপ জয়ের বাস্তব সম্ভাবনা দেখছেন না ওয়াডল। এদিকে প্রিমিয়ার লিগে সুযোগ না হলে বন্ধু লিওনেল মেসির সঙ্গে ইন্টার মায়ামিতে আবার জুটি বাঁধার সম্ভাবনাও রয়েছে।

বর্তমানে ছুটিতে রয়েছেন নেইমার। ব্রাজিলের বেলো হরিজেন্তেতে তাঁর বাঁ হাঁটুর মেনিসকাসে অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। গত মাসের শেষ দিকে পাওয়া এই চোট থেকে সেরে উঠতে সর্বোচ্চ এক মাস সময় লাগতে পারে বলে জানিয়েছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো। সামনে কী অপেক্ষা করছে নেইমারের জন্য—ফুটবল মাঠে নতুন অধ্যায়, নাকি শুধুই স্মৃতির পাতায় আরও কিছু যোগ—সেই প্রশ্নের উত্তর দেবে সময়ই।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...