Logo Logo

হার্ট অ্যাটাকে মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ


Splash Image

ছবি: সংগৃহীত।।

বিপিএল ক্রিকেট উৎসবের মাঝেই নেমে এলো শোকের কালো ছায়া। ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ ও বাংলাদেশ দলের সাবেক পেসার মাহবুব আলী জাকি মাঠে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।


বিজ্ঞাপন


রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ বিপিএল অভিযান শুরু করে ঢাকা ক্যাপিটালস। ম্যাচ শুরুর আগমুহূর্তে সিলেট স্টেডিয়ামে ক্রিকেটারদের গা গরম করানোর সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন জাকি। দলীয় সূত্রে জানা গেছে, তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। তাৎক্ষণিকভাবে তাকে সিপিআর দেওয়া হয় এবং অ্যাম্বুলেন্সে করে সিলেটের আল হারামাইন হাসপাতালে নেওয়া হলেও পথেই তার মৃত্যু হয়।

বিপিএল সামনে রেখে মাত্র দিন দুয়েক আগেই গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মাহবুব আলী জাকি। আজ ঢাকা ক্যাপিটালসের প্রথম ম্যাচের দিনেই তার আকস্মিক মৃত্যুতে সিলেট স্টেডিয়ামে শোকের আবহ নেমে আসে। খেলোয়াড়ি জীবন শেষে কোচিং পেশায় যুক্ত হওয়া জাকি ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন কাজ করেছেন এবং মাশরাফি বিন মর্তুজা ও তাসকিন আহমেদদের মতো ক্রিকেটারদের সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা ছিল তার।

এছাড়া বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের কোচিং প্যানেলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন তিনি। তার মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...