ছবি: সংগৃহীত।।
বিজ্ঞাপন
রোববার খেলা না থাকায় সিলেটের আউটার মাঠে অনুশীলনে নেমে সতীর্থ এক ক্রিকেটারের হাঁটুর সঙ্গে ধাক্কা লেগে মাথায় আঘাত পান বাঁ-হাতি এই পেসার। পরিস্থিতি বিবেচনায় দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলেও স্ক্যানসহ প্রয়োজনীয় পরীক্ষায় গুরুতর কোনো সমস্যা ধরা পড়েনি। চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির টিম ডিরেক্টর হাবিবুল বাশার সুমন জানিয়েছেন, শরিফুল সম্পূর্ণ সুস্থ আছেন এবং ইতোমধ্যে তিনি টিম হোটেলে ফিরে গেছেন।
উল্লেখ্য, বিপিএল শুরুর ঠিক আগেরদিন চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নেয় বিসিবি এবং কোচিং ও সাপোর্ট স্টাফেও পরিবর্তন আনা হয়। এমন টালমাটাল পরিস্থিতির মধ্যেই উদ্বোধনী দিনে নিজেদের প্রথম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসকে ৬৫ রানে হারিয়ে আত্মবিশ্বাসী শুরু করে চট্টগ্রাম। ওই ম্যাচে দুর্দান্ত বোলিং করে ৩ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ২ উইকেট নেন শরিফুল ইসলাম, যা দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...