Logo Logo

ইয়ামাল–রোনালদোকে পেছনে ফেলে গ্লোব সকার অ্যাওয়ার্ড জিতলেন উসমান দেম্বেলে


Splash Image

ছবি: সংগৃহীত।।

২০২৫ সালকে নিজের করে নিয়েছেন ফরাসি তারকা উসমান দেম্বেলে। প্যারিস সেন্ট জার্মেইনকে (পিএসজি) ইতিহাসে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা এনে দিতে অসামান্য ভূমিকা রেখে বছরজুড়েই আলোচনার কেন্দ্রে ছিলেন তিনি।


বিজ্ঞাপন


সেই সাফল্যের স্বীকৃতিস্বরূপ ব্যালন ডি’অর ও ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জয়ের পর বছর শেষ হওয়ার আগে দুবাইয়ে অনুষ্ঠিত গ্লোব সকার অ্যাওয়ার্ডসেও ‘সেরা পুরুষ খেলোয়াড়’ নির্বাচিত হয়েছেন দেম্বেলে। সংযুক্ত আরব আমিরাতের জমকালো এই আয়োজনের মঞ্চে বার্সেলোনা তারকা লামিনে ইয়ামাল ও আল নাসরের ক্রিশ্চিয়ানো রোনালদোসহ ফুটবলের অনেক তারকাই পুরস্কৃত হন।

সব প্রতিযোগিতা মিলিয়ে গত মৌসুমে ৩৫ গোল করে পিএসজিকে লিগ ওয়ান, ফরাসি কাপসহ মোট ছয়টি ট্রফি জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন দেম্বেলে। কিলিয়ান এমবাপে, রাফিনহা ও লামিন ইয়ামালের মতো তারকাদের পেছনে ফেলে তিনি গ্লোব সকার অ্যাওয়ার্ডসের শীর্ষ পুরস্কার জিতেছেন। যদিও ইয়ামাল মূল পুরস্কার হাতছাড়া করেন, তবে ১৮ বছর বয়সী বার্সেলোনা সুপারস্টার সেরা ফরোয়ার্ড নির্বাচিত হওয়ার পাশাপাশি ডিয়েগো আরমান্দো ম্যারাডোনা অ্যাওয়ার্ড জিতে নেন, যা তার অসাধারণ ড্রিবলিং দক্ষতা ও প্রতিভার স্বীকৃতি।

এদিকে মধ্যপ্রাচ্যের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ৯৫৬ গোলের মালিক পর্তুগিজ তারকা দুবাইয়ের মঞ্চে দাঁড়িয়ে এক হাজার গোলের মাইলফলক ছোঁয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, ইনজুরি এড়িয়ে খেলতে পারলে আরও গোল করবেন এবং নতুন নতুন ব্যক্তিগত লক্ষ্য পূরণ করতে চান। এবারের গ্লোব সকার অ্যাওয়ার্ডসে সেরা কোচ হয়েছেন পিএসজির লুইস এনরিকে, সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন দেজিরে দুয়ে এবং সেরা ক্লাবের স্বীকৃতি পেয়েছে প্যারিস সেন্ট জার্মেইন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...