Logo Logo

দেশের ইতিহাসে স্বর্ণের দামের নতুন রেকর্ড, ভরি ছাড়াল ২ লাখ ২৯ হাজার


Splash Image

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বৃদ্ধির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সব রেকর্ড ভেঙে এবার ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৯ হাজার টাকা অতিক্রম করেছে, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ।


বিজ্ঞাপন


রোববার (২৮ ডিসেম্বর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। নতুন এই দর আজ সোমবার (২৯ ডিসেম্বর) থেকে সারাদেশে কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, বিশ্ববাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বাজারে এই সমন্বয় করতে হয়েছে। আন্তর্জাতিক স্বর্ণ ও রুপার দাম পর্যালোচনাকারী ওয়েবসাইট ‘গোল্ডপ্রাইস.ওআরজি’ (Goldprice.org) অনুযায়ী, বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম বর্তমানে ৪ হাজার ৫০০ ডলার ছাড়িয়ে গেছে। এর ফলে দেশের বাজারেও স্বর্ণের দাম বাড়ানো অনিবার্য হয়ে পড়ে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার এক ভরির দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২৯ হাজার ৪৩১ টাকা। ২১ ক্যারেট সোনার দাম প্রতি ভরি দুই লাখ ১৮ হাজার ৯৯২ টাকা, ১৮ ক্যারেট সোনার দাম এক লাখ ৮৭ হাজার ৭৩২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম এক লাখ ৫৬ হাজার ৫৩১ টাকা।

উল্লেখ্য, সর্বোচ্চ মানের স্বর্ণে ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

স্বর্ণের দাম রেকর্ড পরিমাণ বাড়লেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। পূর্বের নির্ধারিত দাম অনুযায়ী রুপার দর অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৬৫ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ৭৭৪ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৯৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৭৩২ টাকা।

দেশের বাজারে স্বর্ণের এই ঊর্ধ্বমুখী প্রবণতা বিনিয়োগকারী ও সাধারণ ক্রেতাদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...