Logo Logo

চট্টগ্রাম পর্ব বাতিল, নতুন সূচিতে দুই ভেন্যুতেই সীমাবদ্ধ বিপিএল


Splash Image

ছবি: সংগৃহীত।।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), যেখানে চট্টগ্রাম পর্ব বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


সংশোধিত সূচি অনুযায়ী ১২ জানুয়ারি পর্যন্ত সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ অনুষ্ঠিত হবে এবং এরপর ১৫ জানুয়ারি থেকে মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ঢাকা পর্ব। আগে ৫ থেকে ১২ জানুয়ারি চট্টগ্রামে ম্যাচ আয়োজনের পরিকল্পনা থাকলেও সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিসিবি।

বিষয়টি নিশ্চিত করে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বলেন, খেলা দুই ভেন্যুতে সীমাবদ্ধ রাখতে হচ্ছে এবং এ জন্য চট্টগ্রামের দর্শক ও আয়োজকদের কাছে দুঃখ প্রকাশ করেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১২ জানুয়ারির পর ১৩ জানুয়ারি ঢাকায় ফিরে যাবে ছয় দল এবং বাকি সব ম্যাচ সেখানেই অনুষ্ঠিত হবে। প্লে-অফের সূচি অনুযায়ী ১৯ জানুয়ারি একই দিনে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার, ২১ জানুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ২৩ জানুয়ারি গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে, গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...