Logo Logo

শেষ ওভারের নাটক, ঢাকাকে হারিয়ে রোমাঞ্চকর জয় সিলেটের


Splash Image

ছবি: সংগৃহীত।।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে দিনের প্রথম ম্যাচে নাটকীয় লড়াইয়ের পর সিলেট টাইটান্স ৬ রানে ঢাকা ক্যাপিটালসকে হারিয়েছে।


বিজ্ঞাপন


টস জিতে ব্যাটিংয়ে নেমে সিলেট ২০ ওভারে ৫ উইকেটে ১৭৩ রান তোলে, যেখানে শেষদিকে আজমতুল্লাহ ওমরজাইয়ের ঝড়ো ব্যাটিং বড় ভূমিকা রাখে—তিনি ২৪ বলে অপরাজিত ৫০ রান করেন, ইথান ব্রুকস যোগ করেন ৬ বলে ১৩। জবাবে রান তাড়ায় শুরুতেই মোহাম্মদ আমিরের আগুনঝরা বোলিংয়ে ধসে পড়ে ঢাকা, ৪৩ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে প্রায় ছিটকে যায় তারা। এরপর শামীম হোসেন পাটোয়ারী একপ্রান্ত আগলে রেখে অসাধারণ লড়াই করেন; মাত্র ৩২ বলে ফিফটি পূর্ণ করে ৪৩ বলে অপরাজিত ৮১ রান করলেও দলকে জয়ের বন্দরে নিতে পারেননি।

শেষ ওভারে ২৭ রানের সমীকরণে আমিরের বিপক্ষে তিন চার ও এক ছক্কায় ২০ রান তুললেও ঢাকার ইনিংস থামে ১৬৭ রানে। সিলেটের পক্ষে বল হাতে নিয়ন্ত্রিত পারফরম্যান্সের পাশাপাশি শেষদিকের ক্যাচ মিসের সুযোগ কাজে লাগিয়ে জয় নিশ্চিত হয়, আর ঢাকার পক্ষে সালমান মির্জা ২টি ও তাসকিন আহমেদসহ তিন বোলার ১টি করে উইকেট নেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...