Logo Logo

আইপিএলে মুস্তাফিজকে বয়কটের ডাক, কি বলছে বিসিসিআই?


Splash Image

ছবি: সংগৃহীত।।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন মৌসুমে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে খেলতে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান, যাকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।


বিজ্ঞাপন


আগামী মার্চে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে দল পেলেও তার অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। সাম্প্রতিক সময়ে ভারত–বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে কিছুটা দূরত্বের প্রেক্ষাপটে ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীর কয়েকজন ধর্মীয় নেতা মুস্তাফিজকে খেলালে মাঠে ভাঙচুরের হুমকি দিয়েছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কলকাতাকে বয়কটের আহ্বান জানিয়েছেন।

উজ্জয়িনীর রিনমুক্তেশ্বর মহাদেব মন্দিরের প্রধান উপাসক মহাবীর নাথের উদ্ধৃতি দিয়ে নিউজ ১৮ জানিয়েছে, বাংলাদেশি খেলোয়াড়কে মাঠে নামতে দিলে ‘তপস্বী যোদ্ধারা’ ম্যাচে বাধা সৃষ্টি করতে পারে। তবে এসব হুমকির মধ্যেও ক্রিকেটে কূটনীতির প্রভাব পড়বে না বলে আশ্বস্ত করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

ইনসাইডস্পোর্টকে দেওয়া এক বিবৃতিতে বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানান, বিষয়টি সংবেদনশীল হলেও এখন পর্যন্ত বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধ করার মতো কোনো সরকারি নির্দেশ আসেনি এবং বাংলাদেশ শত্রু রাষ্ট্র নয়—এ কারণে মুস্তাফিজুর রহমান আইপিএলে খেলবেন বলেই তারা মনে করছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...