Logo Logo

গোপালগঞ্জ মৃদু শৈত্যপ্রবাহ, তীব্রশীতে জনজীবনে ভোগান্তি


Splash Image

ঘন কুয়াশা ও হিমেল বাতাসের কারণে গোপালগঞ্জে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা জনজীবনে ভোগান্তি সৃষ্টি করেছে।


বিজ্ঞাপন


শুক্রবার (২ জানুয়ারি) ভোর ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ এবং কুয়াশার কারণে দৃষ্টিসীমা নেমে আসে প্রায় ১০০ মিটারে। তীব্র শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষজন, প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না। গরম কাপড়ের অভাবে দুর্ভোগে পড়েছে ছিন্নমূল মানুষ। ঘন কুয়াশার কারণে ঢাকা–খুলনা মহাসড়কসহ জেলার বিভিন্ন সড়কে যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। শীতের কারণে কৃষকেরা জমিতে নামতে পারছেন না, ফলে বোরো আবাদ ব্যাহত হচ্ছে। এদিকে ঠান্ডাজনিত জ্বর, সর্দি, কাশি ও নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে শিশু ও বৃদ্ধরা বেশি আক্রান্ত হচ্ছেন।

গোপালগঞ্জ জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান জানান, বর্তমানে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে।

তিনি জানান, এর আগে বুধবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ৫ ডিগ্রি এবং বৃহস্পতিবার ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা ছিল মাঝারি শৈত্যপ্রবাহের পর্যায়ে। আগামী ৫ জানুয়ারি থেকে আবারও শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে জেলা আবহাওয়া অফিস।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...