ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ঢাকা ক্যাপিটালসকে ব্যাট করতে পাঠান চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক শেখ মেহেদী হাসান। শুরু থেকেই ঢাকার ব্যাটিং লাইনআপে ধস নামান চট্টগ্রামের বোলাররা। নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে মাত্র ১২২ রান তুলতে সক্ষম হয় ঢাকা।
ঢাকার ইনিংসে শুরুতেই আঘাত হানেন পেসার শরিফুল ইসলাম। পাওয়ার প্লের মধ্যেই তিনি দুই ওপেনার সাইফ হাসান (১) ও জুবাইদ আকবরীকে (২) সাজঘরে ফেরান। এরপর একের পর এক উইকেট পড়তে থাকে। উসমান খান করেন ২১ রান। এছাড়া মোহাম্মদ মিঠুন ৮, শামীম হোসেন ৪, সাব্বির রহমান ৯ এবং ইমাদ ওয়াসিম ৯ রান করে আউট হন।
অষ্টম উইকেটে মোহাম্মদ সাইফউদ্দিন ও নাসির হোসেন ৪৮ রানের কার্যকরী জুটি গড়ে ঢাকাকে একশ পার করান। সাইফউদ্দিন দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন, নাসির হোসেনের ব্যাট থেকে আসে ১৭ রান। তাসকিন আহমেদ ৫ রান করে আউট হন এবং সালমান মির্জা কোনো রান ছাড়াই সাজঘরে ফেরেন।
চট্টগ্রামের বোলিংয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন তানভীর ইসলাম। তিনি ৪ ওভার বল করে মাত্র ৮ রান দিয়ে সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন। শরিফুল ইসলামও ১৮ রানের বিনিময়ে তিনটি উইকেট নেন। এছাড়া শেখ মেহেদী হাসান দুটি এবং আমির জামাল একটি করে উইকেট নেন।
১২৩ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে একেবারেই কোনো চাপ নেয়নি চট্টগ্রাম রয়্যালস। ওপেনার অ্যাডাম রশিংটন ও মোহাম্মদ নাঈম শেখ শুরুতে দেখে-শুনে খেললেও দ্রুতই ঢাকার বোলারদের ওপর চড়াও হন। দুজনের অপরাজিত ১২৩ রানের জুটিতে ৪৪ বল ও সব উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে চট্টগ্রাম।
অ্যাডাম রশিংটন মাত্র ৩৬ বলে ৯টি চার ও ২টি ছক্কায় অপরাজিত ৬০ রান করেন। অন্যদিকে মোহাম্মদ নাঈম শেখ ৪০ বলে ৭টি চার ও ১টি ছক্কায় অপরাজিত ৫৬ রান করে ম্যাচটি শেষ করেন।
এই জয়ে বিপিএলে নিজেদের শক্তির জানান দিল চট্টগ্রাম রয়্যালস, আর ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হার মানতে হলো ঢাকা ক্যাপিটালসকে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...