ছবি: সংগৃহীত।।
বিজ্ঞাপন
ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ড. আসিফ নজরুল এক বিবৃতিতে জানান, “উগ্র সাম্প্রদায়িক শক্তির কাছে নতি স্বীকার করে একজন আন্তর্জাতিক মানের বাংলাদেশি ক্রিকেটারকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত শুধু অগ্রহণযোগ্যই নয়, এটি ক্রীড়াঙ্গনে বৈষম্য ও রাজনৈতিক হস্তক্ষেপের নগ্ন উদাহরণ।”
তিনি জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা পুরো বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে লিখিতভাবে ব্যাখ্যা করে তুলে ধরে। পাশাপাশি আইসিসিকে জানাতে বলা হয়েছে—যেখানে চুক্তিবদ্ধ থাকা সত্ত্বেও একজন বাংলাদেশি ক্রিকেটার ভারতে নিরাপদে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল বিশ্বকাপ খেলতে ভারতে গিয়ে নিজেদের নিরাপদ মনে করতে পারে না।
এই প্রেক্ষাপটে বিসিবিকে নির্দেশ দেওয়া হয়েছে, বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো যেন নিরপেক্ষ ও নিরাপদ ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় আয়োজনের জন্য আইসিসির কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়।
এছাড়াও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টাকে অনুরোধ জানানো হয়েছে, বাংলাদেশে আইপিএল ম্যাচের সম্প্রচার বন্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে।
বিবৃতিতে আরও বলা হয়, “আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, আমাদের ক্রিকেটার এবং বাংলাদেশের সম্মানকে অবমাননা মেনে নেব না। গোলামির দিন শেষ—বাংলাদেশ মাথা উঁচু করেই বিশ্ব ক্রীড়াঙ্গনে পথ চলবে।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...