Logo Logo

সাকিবকে পেছনে ফেলে বিপিএলে নতুন রেকর্ড নাসুমের


Splash Image

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অবশেষে জয়ের মুখ দেখল সিলেট টাইটানস। টানা দুই ম্যাচ হারের পর নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে দাপুটে পারফরম্যান্সে মাঠ ছাড়ে দলটি। এই জয়ের নায়ক বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ, যিনি একাই নোয়াখালীর ব্যাটিং লাইনআপে ধস নামিয়ে দিয়েছেন।


বিজ্ঞাপন


দিনের প্রথম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেন নাসুম। চার ওভার বোলিং করে মাত্র ৭ রান খরচায় তুলে নেন ৫টি গুরুত্বপূর্ণ উইকেট। তার এই অনবদ্য পারফরম্যান্সে নোয়াখালী পড়ে যায় চরম বিপর্যয়ে, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় সিলেটের পক্ষে।

এই পাঁচ উইকেট নেওয়ার মাধ্যমে বিপিএলের ইতিহাসে স্পিনারদের মধ্যে সেরা বোলিং ফিগারের নতুন রেকর্ড গড়েছেন নাসুম আহমেদ। এর আগে এই রেকর্ডটি ছিল বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের দখলে। ২০১৭ সালের বিপিএলে ঢাকা ডায়নামাইটসের হয়ে রংপুর রাইডার্সের বিপক্ষে ৩.৫ ওভার বল করে ১৬ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছিলেন সাকিব। যদিও সেই ম্যাচে ঢাকাকে জয় এনে দিতে পারেননি তিনি।

নাসুমের ক্ষেত্রে চিত্রটা ভিন্ন। তার বিধ্বংসী বোলিংয়ে শুধু ব্যক্তিগত কীর্তিই নয়, বরং দলকে এনে দিয়েছেন কাঙ্ক্ষিত জয়। নোয়াখালীর ব্যাটাররা শুরু থেকেই তার ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়েন। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয় নোয়াখালী এক্সপ্রেস।

বিপিএলের ইতিহাসে সামগ্রিকভাবে সেরা বোলিং ফিগারের রেকর্ড অবশ্য এখনও পেসার তাসকিন আহমেদের দখলে। গত আসরে রাজশাহীর হয়ে ঢাকার বিপক্ষে মাত্র ১৯ রান দিয়ে ৭ উইকেট নিয়ে অনন্য নজির গড়েছিলেন তিনি। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের মোহাম্মদ আমির, যিনি ১৭ রান খরচায় নিয়েছিলেন ৬ উইকেট।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...