ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন
বিসিবির এই সিদ্ধান্তকে সঠিক ও সময়োপযোগী বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার শহিদ আফ্রিদি। তার মতে, মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনা শুধু বাংলাদেশের জন্য নয়, পুরো ক্রিকেট বিশ্বের জন্যই লজ্জাজনক।
এক প্রতিক্রিয়ায় আফ্রিদি বলেন, “ক্রিকেট বিশ্বের জন্য এটা খুবই লজ্জার। ভারতই শুরু করছে এবং শেষ পর্যন্ত এরাই সবকিছু নিয়ন্ত্রণ করবে। এক সময় অন্য দেশগুলোও তাদের সঙ্গে চলাচল বন্ধ করে দিতে পারে। বাংলাদেশ যে সিদ্ধান্ত নিয়েছে, সেটা একদম সঠিক।”
ভারতের প্রভাব নিয়েও কড়া মন্তব্য করেন পাকিস্তানের এই সাবেক তারকা। তিনি বলেন, “টাকার দাপটে চলছে ভারত। এই বিষয়টা এখন আর গোপন নেই।”
বর্তমানে আইসিসির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন জয় শাহ, যিনি একজন ভারতীয় এবং এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি ছিলেন। ফলে আইসিসিতে ভারতের প্রভাব বেশি—এমন ধারণা দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছে। তবে বিষয়টি পুরোপুরি এভাবে দেখছেন না শহিদ আফ্রিদি।
তিনি বলেন, “আইসিসিতে ভালো চিন্তাধারার মানুষ রয়েছেন। আইসিসি শুধুমাত্র ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নয়, এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। আইসিসিকে সত্যিকার অর্থেই আন্তর্জাতিক রাখতে হলে ভারতের দিকে অতিরিক্ত ঝুঁকে থাকার প্রবণতা দ্রুত বন্ধ করতে হবে। ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে হলে এই ভারসাম্য খুবই জরুরি।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...