ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন
বুধবার (৭ জানুয়ারি) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান উপদেষ্টা। বৈঠকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, বোর্ডের পরিচালকবৃন্দ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ এবং ম্যাচ ভেন্যু নিয়ে চলমান সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
উপদেষ্টা আসিফ নজরুল বলেন, “আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা, বাংলাদেশের নিরাপত্তা এবং দেশের মর্যাদা—এই তিনটি বিষয়েই আমরা কোনো আপোষ করব না। আমরা ক্রিকেট খেলতে চাই, বিশ্বকাপ খেলতে চাই। তবে ভারতে নয়। আরেকটি আয়োজক দেশ শ্রীলঙ্কা রয়েছে, আমরা সেখানে খেলতে আগ্রহী।”
তিনি আরও বলেন, “এই অবস্থানে আমরা অনড়। কেন আমরা এই সিদ্ধান্ত নিয়েছি, সেটি আইসিসিকে ব্যাখ্যা করতে পারব বলে আশা করি। আইসিসি আমাদের যুক্তিগুলো সহৃদয়তা ও নিরপেক্ষতার সঙ্গে বিবেচনা করবে এবং আমরা কষ্ট করে যে টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছি, সেখানে খেলার সুযোগ নিশ্চিত করবে।”
উল্লেখ্য, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচই ভারতের ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে সম্প্রতি বাংলাদেশ ও ভারতের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের অবনতি এবং নিরাপত্তা শঙ্কার কারণে এই ম্যাচগুলো নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এমন পরিস্থিতিতে বিসিবি ইতোমধ্যে আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে, যেন বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে, বিশেষ করে শ্রীলঙ্কায় আয়োজন করা হয়।
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক ক্রিকেটে খেলোয়াড়দের নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্ব পায়। সে দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের এই অবস্থান আইসিসির কাছে গ্রহণযোগ্য হতে পারে। এখন দেখার বিষয়, আইসিসি শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয় এবং বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা কোন পথে এগোয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...