Logo Logo

বিগ ব্যাশে রিশাদ ম্যাজিক, হোবার্টের দাপুটে জয়


Splash Image

বিগ ব্যাশ লিগে হোবার্ট হারিকেনসের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন।


বিজ্ঞাপন


অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ৪ ওভার বোলিং করে মাত্র ২৬ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি, যার সুবাদে হোবার্ট ৩৭ রানের দাপুটে জয় পায়। টসে হেরে ব্যাটিংয়ে নেমে হারিকেনস ১৭৮ রান তুললে জবাবে অ্যাডিলেড ৯ উইকেটে ১৪১ রানেই থেমে যায়।

রিশাদ নিজের প্রথম ওভারেই হ্যারি মানেটিকে ফিরিয়ে সাফল্যের সূচনা করেন এবং পরের ওভারের প্রথম বলেই স্টাম্পড করান জেমি ওভারটনকে। শেষদিকে নিয়ন্ত্রিত বোলিংয়ে লুক উডের উইকেটও তুলে নেন তিনি। টানা দুই ম্যাচ উইকেট না পেলেও এই ম্যাচে তিন শিকার করে বিগ ব্যাশে রিশাদের উইকেট সংখ্যা দাঁড়াল ১১টিতে, যা স্পিনারদের মধ্যে যৌথভাবে সর্বোচ্চ—অ্যাডিলেডের লয়েড পোপের সঙ্গে। হোবার্টের বোলিং আক্রমণে শুরু থেকেই আধিপত্য ছিল; রিলে মেরেডিথ ও নাথান এলিস টপ অর্ডারের চার ব্যাটসম্যানকে ফেরান।

যদিও লিয়াম স্কটের ৫৮ বলে অপরাজিত ৯১ রানের লড়াকু ইনিংস অ্যাডিলেডকে কিছুটা এগিয়ে নেয়, তবু জয় নিশ্চিত করে হোবার্ট। রিশাদদের পরের ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ জানুয়ারি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...