ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন
আগাদিরে অনুষ্ঠিত রোমাঞ্চকর কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধেই ওমর মারমৌশ ও রামি রাবিয়ার গোলে দুই গোলের লিড নেয় ফারাওরা। তবে আহমেদ আবুল-ফেতোহের আত্মঘাতী গোলে ম্যাচে ফেরে আইভরি কোস্ট। দ্বিতীয়ার্ধের শুরুতেই মিশরের হয়ে তৃতীয় গোলটি করেন সালাহ। পরে গুয়েলা দুয়ে একটি গোল শোধ করলেও সমতায় ফিরতে পারেনি আইভরিয়ানরা।
এই জয়ের ফলে আগামী বুধবার সেমিফাইনালে দীর্ঘদিনের লিভারপুল সতীর্থ সাদিও মানের সেনেগালের মুখোমুখি হবেন সালাহ। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে নাইজেরিয়া ও মরক্কো। দিনের আরেক কোয়ার্টার ফাইনালে আলজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করে নাইজেরিয়া।
৩৩ বছর বয়সী সালাহ এর আগে দুইবার আফকন ফাইনাল খেললেও শিরোপার স্বাদ পাননি। ক্লাব ক্যারিয়ারে প্রিমিয়ার লিগ, এফএ কাপ, লিগ কাপ, চ্যাম্পিয়নস লিগ ও ক্লাব বিশ্বকাপ জিতলেও আফ্রিকান শ্রেষ্ঠত্ব এখনো অধরা তার জন্য। চলতি আসরে সেই আক্ষেপ ঘোচাতে হলে সালাহকে জিততে হবে আরও দুটি ম্যাচ। সেক্ষেত্রে রেকর্ড চ্যাম্পিয়ন মিশরের নামের পাশে যুক্ত হবে ১৮তম আফকন ট্রফি।
এই আসরের গ্রুপ পর্বে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গোল করেন সালাহ। পরে শেষ ষোলোতে বেনিনের বিপক্ষে জয়সূচক গোল করেও দলের নায়ক হন তিনি।
এদিকে মারাকেশে অনুষ্ঠিত আরেক ম্যাচে নাইজেরিয়ার হয়ে আলজেরিয়ার বিপক্ষে দাপট দেখান ভিক্টর ওসিমহেন। একটি গোল করার পাশাপাশি আরেকটি গোলে সহায়তা করে দলের সেমিফাইনাল নিশ্চিত করেন তিনি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...