Logo Logo

বিশ্বকাপ ট্রফি এখন বাংলাদেশে!


Splash Image

ছবি: সংগৃহীত

আজ আবারও ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ এক দিনের সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ। ফিফা বিশ্বকাপ ফুটবলের আসল ট্রফি আজ ঢাকায় আসছে। এর আগে ২০০২, ২০১৩ ও ২০২২ সালে বাংলাদেশে এসেছিল বিশ্বকাপের মূল ট্রফি। চলমান সফরটি ২০২৬ ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুরের অংশ।


বিজ্ঞাপন


ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর শুরু হয়েছে ৩ জানুয়ারি ২০২৬। প্রথম গন্তব্য ছিল সৌদি আরব। এরপর বিভিন্ন দেশ ঘুরে ট্রফিটি আজ ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছে। ১৫০ দিনের এই বিশ্বভ্রমণ শেষ হবে বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ মেক্সিকোতে। আগামী ১২ জুন মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে।

কী এই ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর?

বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের কাছে বিশ্বকাপের আসল ট্রফিকে সরাসরি দেখার সুযোগ করে দিতেই ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর আয়োজন করা হয়। ২০০৬ সাল থেকে বিশ্বখ্যাত কোমল পানীয় প্রতিষ্ঠান কোকা–কোলার সঙ্গে যৌথভাবে এই আয়োজন করে আসছে ফিফা। গত প্রায় দুই দশকে বিশ্বের বিভিন্ন দেশে আয়োজিত এই ট্রফি ট্যুরে প্রায় ৪০ লাখ ফুটবলপ্রেমী অংশ নিয়েছেন।

আসল ট্রফিই ঘুরছে বিশ্বজুড়ে?

এই ট্রফি ট্যুরে প্রদর্শিত ট্রফিটি কোনো রেপ্লিকা নয়—এটাই আসল বিশ্বকাপ ট্রফি। ৬ কেজি ১৭৫ গ্রাম ওজনের নিখাদ সোনায় তৈরি এই ট্রফিটিই বিশ্বকাপজয়ী দল প্রথমে হাতে তোলে। তবে ট্রফিটি সবসময় ফিফার তত্ত্বাবধানে থাকে। বিশ্বচ্যাম্পিয়ন দলকে পরে দেওয়া হয় সোনার প্রলেপ দেওয়া রেপ্লিকা ট্রফি।

কারা বহন করেন ট্রফি, কারা স্পর্শ করতে পারেন?

বিশেষ বিমানে করে বিশ্বভ্রমণে বের হয়েছে বিশ্বকাপ ট্রফি। ফিফার মনোনীত বিশ্বকাপজয়ী ফুটবল কিংবদন্তিরা ট্রফির সফরসঙ্গী হন। ২০২২ সালে বাংলাদেশে ট্রফির সঙ্গে এসেছিলেন ১৯৯৮ বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের সদস্য ক্রিস্টিয়ান কারেম্বু।

এবার সৌদি আরবে শুরু হওয়া ট্রফি ট্যুরের প্রথম পর্বে ছিলেন ২০০৬ বিশ্বকাপজয়ী ইতালির কিংবদন্তি আলেসান্দ্রো দেল পিয়েরো। বাংলাদেশের সফরে ট্রফির সঙ্গে থাকছেন ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান মিডফিল্ডার গিলবার্তো সিলভা।

বিশ্বকাপ ট্রফি স্পর্শ করার অনুমতি শুধু বিশ্বকাপজয়ী ফুটবলার, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও ফিফা সভাপতির রয়েছে।

কোন কোন দেশে যাচ্ছে ট্রফি?

এবার বাংলাদেশসহ ৩০টি দেশের ৭৫টি স্থানে প্রদর্শিত হবে বিশ্বকাপ ট্রফি। সৌদি আরব দিয়ে শুরু হওয়া এই সফর মিসর, তুরস্ক, অস্ট্রিয়া হয়ে ভারতে যায়। ভারত থেকে আজ ট্রফি আসছে বাংলাদেশে। এখান থেকে যাবে দক্ষিণ কোরিয়া, জাপান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, কাজাখস্তান, উজবেকিস্তান, দক্ষিণ আফ্রিকা, আইভরিকোস্ট, মরক্কো, পর্তুগাল, স্পেন, আলজেরিয়া, ফ্রান্স, গুয়াতেমালা, হন্ডুরাস, কলম্বিয়া, ইকুয়েডর, উরুগুয়ে, আর্জেন্টিনা, ব্রাজিল, মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডা। কানাডা হয়ে আবার যুক্তরাষ্ট্র পেরিয়ে মেক্সিকোতে গিয়ে শেষ হবে এই ট্রফি ট্যুর।

বাংলাদেশে কোথায় ও কারা দেখতে পারবেন?

বাংলাদেশে বিশ্বকাপ ট্রফিটি শুধু ঢাকার র‍্যাডিসন ব্লু হোটেলেই প্রদর্শিত হবে। সকাল ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রফিকে স্বাগত জানানোর অনুষ্ঠান রয়েছে। এরপর বেলা দেড়টার পর র‍্যাডিসন ব্লু হোটেলে ট্রফি প্রদর্শনের জন্য রাখা হবে, যা সন্ধ্যা পর্যন্ত চলবে।

সাধারণ দর্শকদের জন্য ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ থাকলেও কেবল কোকা–কোলার ‘আন্ডার দ্য ক্যাপ’ প্রোমো ক্যাম্পেইনের বিজয়ীরাই এই সুযোগ পাবেন। গত ১৫ নভেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত আয়োজিত এই ক্যাম্পেইনের বিজয়ীদেরই আমন্ত্রণ জানানো হয়েছে।

ট্রফি দেখার নিয়ম ও শর্ত

ট্রফি দেখতে আসা দর্শনার্থীদের অবশ্যই বৈধ টিকিটের প্রিন্ট কপি বা সফট কপি অথবা স্ক্রিনশট প্রদর্শন করতে হবে। সঙ্গে রাখতে হবে কোকা–কোলার ক্যাপ।

আয়োজকদের নির্দেশনা অনুযায়ী, কোনো অবস্থাতেই ট্রফি স্পর্শ করা যাবে না। ৭/১০ ইঞ্চির বেশি আকারের ব্যাকপ্যাক বহন নিষিদ্ধ। ভেন্যুতে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ। টিকিট হস্তান্তর, পুনরায় ব্যবহার বা শেয়ার করা যাবে না। ধারালো বা নিষিদ্ধ সামগ্রী এবং কোনো দেশ বা ফুটবল দলের পতাকা বহনেও নিষেধাজ্ঞা রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...