Logo Logo

রমজানের আগে বাড়তি দামে চাল-ডাল-চিনি, বেড়েছে মুরগির দামও


Splash Image

পবিত্র রমজান মাস শুরু হতে আর মাত্র মাসখানেক বাকি। প্রতিবছর রমজানের আগে বাজার নিয়ন্ত্রণে সরকারের নানা উদ্যোগের কথা শোনা গেলেও বাস্তবে তার সুফল মিলছে না। বরং আসন্ন রমজানকে সামনে রেখে এখনই নিত্যপণ্যের বাজারে অস্থিরতা শুরু হয়েছে। নতুন চাল বাজারে আসার এই মৌসুমেও চালের দাম কেজিতে ২-৫ টাকা বেড়েছে। একই সঙ্গে ডাল, চিনি ও মুরগির বাজারেও দেখা দিয়েছে চড়া ভাব।


বিজ্ঞাপন


শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, নতুন মাঝারি চাল (বিআর-২৮, ২৯ ও পাইজাম) কেজিপ্রতি ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি হলেও পুরোনো একই মানের চালের দাম দাঁড়িয়েছে ৬০ থেকে ৬৫ টাকা। মানভেদে বিভিন্ন ব্র্যান্ডের মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৭২ থেকে ৮৬ টাকা পর্যন্ত, যা মাত্র ১০ দিন আগেও ৪-৫ টাকা কমে পাওয়া যেত।

সাম্প্রতিক বাজার বিশ্লেষণে দেখা যায়, বিভিন্ন ব্র্যান্ডের চালের দাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। বাজারে বর্তমানে মঞ্জুর ও সাগর ব্র্যান্ডের মিনিকেট চাল প্রতি কেজি ৮৩-৮৪ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া রশিদ মিনিকেটের দাম বেড়ে দাঁড়িয়েছে ৭৫ টাকায় এবং প্রিমিয়াম মানের মোজাম্মেল মিনিকেট বিক্রি হচ্ছে ৮৫-৮৬ টাকা দরে। তবে নন-ব্র্যান্ডের মিনিকেট চাল কিছুটা কম দামে অর্থাৎ ৬৫ থেকে ৭০ টাকার মধ্যে লেনদেন হতে দেখা গেছে।

চালের বাজারের এই ঊর্ধ্বমুখী প্রবণতা নাজিরশাইলের ক্ষেত্রেও লক্ষণীয়; মানভেদে দেশি নাজিরশাইল ৭২ থেকে ৮৫ টাকা এবং আমদানি করা নাজিরশাইল ৭৫ থেকে ৭৮ টাকা দরে বিক্রি হচ্ছে। গত মাত্র ১০ দিনের ব্যবধানে এই চালের দাম কেজিতে প্রায় ৩ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

বিক্রেতারা জানান, নতুন চালের সরবরাহ পুরোপুরি বাজারজাত হওয়ার আগেই পুরোনো চালের দাম বেড়ে যাওয়া ভোক্তাদের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

রোজার অত্যন্ত জরুরি পণ্য চিনি ও ডালজাতীয় পণ্যের বাজার গত ১৫-২০ দিনে বেশ ঊর্ধ্বমুখী। কয়েক মাস স্থিতিশীল থাকার পর খোলা চিনির কেজি পুনরায় ১০০ টাকায় উঠেছে, যা আগে ৯০ টাকায় নেমেছিল। বর্তমানে প্যাকেটজাত চিনি ১০০ থেকে ১০৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

অন্যদিকে, গত এক সপ্তাহে অ্যাংকর ডালের দাম কেজিতে ৫ টাকা বেড়ে ৬০ থেকে ৬৫ টাকায় ঠেকেছে। ছোট দানার মসুর ডাল ১৬৫ থেকে ১৭০ টাকায় বিক্রি হলেও মোটা দানার মসুর ডাল ১০০ টাকা কেজি দরে স্থিতিশীল রয়েছে।

দীর্ঘদিন সহনীয় পর্যায়ে থাকার পর ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। বাজারে প্রতি কেজি ব্রয়লার এখন ১৬৫ থেকে ১৭৫ টাকায় বিক্রি হচ্ছে। সোনালি জাতের মুরগির দাম আরও চড়া; ক্রেতাদের প্রতি কেজিতে গুনতে হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকা পর্যন্ত।

সাধারণ ভোক্তারা মনে করছেন, রমজান ঘনিয়ে আসার আগেই অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছেন। বাজার তদারকি জোরদার না করা হলে রোজার মাসে সাধারণ মানুষের কষ্ট আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...