Logo Logo

অযৌক্তিক চাপেও বাংলাদেশকে ভারতে খেলাতে বাধ্য করা যাবে না : আসিফ নজরুল


Splash Image

নিরাপত্তা শঙ্কার কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় অবস্থান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। মঙ্গলবার (২০ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে, কোনো ধরনের অযৌক্তিক চাপ দিয়ে বাংলাদেশকে ভারতে খেলতে বাধ্য করা যাবে না।


বিজ্ঞাপন


ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপে বাংলাদেশ তাদের ম্যাচগুলো ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় খেলার দাবি জানিয়ে আসছে। বিসিবি এবং সরকারের পক্ষ থেকে বারবার খেলোয়াড়, সমর্থক ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার বিষয়টি সামনে আনা হয়েছে। এই সংকট নিরসনে বিসিবি একাধিকবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে বৈঠক করলেও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সমাধান আসেনি।

আসিফ নজরুল বলেন, “অযৌক্তিক চাপ দিয়ে বাংলাদেশকে ভারতে খেলাতে বাধ্য করানো যাবে না। এর আগেও উদাহরণ আছে যে, পাকিস্তানের দাবির মুখে ভেন্যু পরিবর্তন করেছে আইসিসি। সুতরাং বাংলাদেশকেও একইভাবে বিবেচনা করতে হবে।”

তিনি আরও সতর্ক করে বলেন, “আইসিসি যদি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) চাপের কাছে মাথা নত করে আমাদের ওপর কোনো অযৌক্তিক শর্ত চাপিয়ে দেয়, তবে আমরা তা মেনে নেব না। আমাদের খেলোয়াড়দের নিরাপত্তা ও দেশের মর্যাদার প্রশ্নে কোনো আপস করা হবে না।”

উল্লেখ্য যে, সাম্প্রতিক সময়ে ভারত ও বাংলাদেশের মধ্যকার ক্রিকেটীয় ও রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এই নিরাপত্তা উদ্বেগের সৃষ্টি হয়েছে। বিশেষ করে আইসিসির নিরাপত্তা বিভাগের এক পর্যালোচনার পর এই শঙ্কা আরও জোরালো হয়। আইসিসি বর্তমান সূচি পরিবর্তনের বিষয়ে কিছুটা রক্ষণশীল অবস্থানে থাকলেও বাংলাদেশ সরকার ও ক্রিকেট বোর্ড তাদের দাবিতে অটল রয়েছে।

ক্রীড়া উপদেষ্টার এই কঠোর বার্তার পর এখন সবার নজর আইসিসির চূড়ান্ত সিদ্ধান্তের দিকে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...