ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের শুরুতে টস জিতে সিলেটকে ব্যাট করার আমন্ত্রণ জানান রংপুরের অধিনায়ক লিটন কুমার দাস। ব্যাটিংয়ে নেমে টপঅর্ডারের ব্যর্থতায় শুরু থেকেই ধুঁকতে থাকে সিলেট। দলীয় ২৯ রানের মধ্যেই সাজঘরে ফেরেন চার ব্যাটার। ডেভিড মালান ৪, তাওহীদ হৃদয় ৪, লিটন দাস ১ ও কাইল মেয়ার্স ৮ রান করে আউট হন।
পঞ্চম উইকেটে দলের হাল ধরার চেষ্টা করেন খুশদিল শাহ ও মাহমুদউল্লাহ রিয়াদ। তাদের ৩৪ রানের জুটিতে কিছুটা স্বস্তি পায় দল। খুশদিল শাহ ১৯ বলে ৩০ রান করে আউট হন। অন্যদিকে মাহমুদউল্লাহ রিয়াদ দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন। নুরুল হাসান সোহান ২৪ বলে ১৮ রান করেন। এছাড়া ফাহিম আশরাফ ৩, আলিস আল ইসলাম ৪, মুস্তাফিজুর রহমান ১ ও নাহিদ রানা ২ রান যোগ করেন। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১১১ রান সংগ্রহ করে রংপুর।
সিলেটের হয়ে বল হাতে দুর্দান্ত ছিলেন খালেদ আহমেদ। তিনি একাই নেন সর্বোচ্চ চারটি উইকেট। দুটি করে উইকেট শিকার করেন ক্রিস ওকস ও নাসুম আহমেদ।
জবাবে সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে রংপুরের আঁটসাঁট বোলিংয়ে শুরুতে কিছুটা চাপে পড়ে সিলেট টাইটান্স। তবে অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে চাপ সামাল দেন স্যাম বিলিংস। তাদের ৫০ রানের জুটিতেই জয়ের ভিত গড়ে নেয় সিলেট। শেষদিকে মঈন আলি ও ক্রিস ওকস দায়িত্বশীল ব্যাটিং করেন। শেষ বলে ছক্কা হাঁকিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ওকস। তিন উইকেট হাতে রেখেই লক্ষ্য পূরণ করে রোমাঞ্চকর জয় তুলে নেয় সিলেট টাইটান্স।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...