ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন
তবে দফায় দফায় আলোচনার পরও এ বিষয়ে কোনো চূড়ান্ত সমাধানে পৌঁছাতে পারেনি আইসিসি। সর্বশেষ আজকের সভায় বাংলাদেশকে সিদ্ধান্ত জানানোর জন্য এক দিনের সময় বেঁধে দিয়েছে সংস্থাটি।
বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যায় অনুষ্ঠিত ভার্চুয়াল এই সভায় আইসিসির পূর্ণ সদস্যভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা অংশ নেন। পাশাপাশি উপস্থিত ছিলেন আইসিসির বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাও।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো জানায়, আলোচনায় অংশ নেওয়া বেশির ভাগ সদস্যই বাংলাদেশকে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলার পক্ষে মত দিয়েছেন। তবে বাংলাদেশ শেষ পর্যন্ত খেলতে অস্বীকৃতি জানালে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ অবস্থায় ভারতে গিয়ে বিশ্বকাপে অংশ নেবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বিসিবি আরও একদিন সময় পাচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...