Logo Logo

নিরাপত্তা ইস্যুতে ভারতে টি টুয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত বাংলাদেশের


Splash Image

টানা কয়েক সপ্তাহের নাটকীয় ঘটনাপ্রবাহের পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশের সামনে দুটি পথ খোলা রেখেছে—হয় ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে হবে, নতুবা টুর্নামেন্টে অংশগ্রহণের আশা ছাড়তে হবে। এমন পরিস্থিতিতেও ভারতে খেলতে না যাওয়ার অবস্থানে অনড় থাকল বাংলাদেশ। তবে এখনো বিকল্প ভেন্যুতে ম্যাচ আয়োজনের আশায় আইসিসির সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার কথা জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নিয়ে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক বৈঠকে বসেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ও বিসিবির শীর্ষ কর্মকর্তারা। বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় আসিফ নজরুল স্পষ্টভাবে জানান, ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সুযোগ নেই।

আইসিসি বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের আবেদন নাকচ করে সুবিচার করেনি দাবি করে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আমরা আইসিসি থেকে সুবিচার পাইনি। আমরা আশা করব, আইসিসি আমাদের নিরাপত্তা–সংক্রান্ত উদ্বেগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে শ্রীলঙ্কায় খেলার আবেদন মেনে নেবে। আমরা সেই আশায় অপেক্ষা করব।’

তিনি আরও জানান, ভারতে না যাওয়ার সিদ্ধান্তটি সরকারের পক্ষ থেকেই নেওয়া হয়েছে এবং এ বিষয়ে তারা অনড়। যে নিরাপত্তা ঝুঁকির কারণে এই সিদ্ধান্ত, সেটির কোনো পরিবর্তন হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

আসিফ নজরুল বলেন, ‘স্বভাবতই আমরা সবাই চেয়েছি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে। কিন্তু ভারতে খেলার ক্ষেত্রে আমাদের যে নিরাপত্তা ঝুঁকি রয়েছে, তার কোনো পরিবর্তন ঘটেনি। এই উদ্বেগ কোনো অনুমান বা বায়বীয় বিশ্লেষণ নয়, বাস্তব ঘটনার ভিত্তিতেই তৈরি হয়েছে।’

এরপর গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনিও জানান, এখনো শ্রীলঙ্কায় বিশ্বকাপের ম্যাচ আয়োজনের দাবিতে তারা অটল এবং এ জন্য আইসিসির সঙ্গে লড়াই চালিয়ে যাবেন।

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে আইসিসির পক্ষ থেকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ হিসেবে দেখার সমালোচনা করে বিসিবি সভাপতি বলেন, ‘মুস্তাফিজ নিজে সরে যায়নি, তার কোনো ইনজুরি ছিল না, বিসিবিও এনওসি বাতিল করেনি। নিরাপত্তাজনিত কারণেই তাকে আইপিএলের দল থেকে বাদ দেওয়া হয়েছিল। এরপরই আমরা আইসিসির সঙ্গে যোগাযোগ করে বিকল্প ভেন্যুতে খেলার দাবি জানাই।’

তিনি আরও বলেন, ‘আমরা আইসিসিকে জানিয়েছি—১৯৯৬ ও ২০০৩ বিশ্বকাপসহ অতীতের বিভিন্ন টুর্নামেন্টে নিরাপত্তা উদ্বেগের কারণে অনেক দলের জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই নজির সামনে রেখেই আমরা এখনো আশা করছি বিকল্প ভেন্যুতে খেলার সুযোগ পাওয়া যাবে।’

বৈঠকে উপস্থিত ক্রিকেটারদের মধ্যে ছিলেন নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, নাজমুল হোসেন শান্ত, হাসান মাহমুদ, জাকের আলী, সাইফ হাসান, মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম ও তানজিম হাসান সাকিব। তবে বৈঠকে ক্রিকেটাররা কী মতামত দিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত জানাতে রাজি হননি ক্রীড়া উপদেষ্টা ও বিসিবি সভাপতি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...