Logo Logo

দাপুটে জয়ে রেকর্ড ষষ্ঠবার বিবিএল চ্যাম্পিয়ন পার্থ স্কর্চার্স


Splash Image

ছবি: সংগৃহীত

বিগ ব্যাশ লিগের ফাইনালে সিডনি সিক্সার্সকে ৬ উইকেটে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো শিরোপা জিতেছে পার্থ স্কর্চার্স। ব্যাটে-বলে দাপুটে পারফরম্যান্সে একপ্রকার একতরফা জয় তুলে নেয় পার্থ।


বিজ্ঞাপন


বিগ ব্যাশ লিগ (BBL)–এর ফাইনালে একচেটিয়া আধিপত্য দেখিয়ে ইতিহাস আরও সমৃদ্ধ করল পার্থ স্কর্চার্স। পার্থে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচে সিডনি সিক্সার্সকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সর্বোচ্চ ষষ্ঠবারের মতো বিবিএলের ট্রফি নিজেদের ঘরে তুলেছে ফ্র্যাঞ্চাইজিটি।

প্রথমে ব্যাট করতে নেমে সিডনি সিক্সার্স পুরোপুরি ব্যর্থ হয় পার্থ স্কর্চার্সের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে। নির্ধারিত ২০ ওভারে মাত্র ১৩২ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। শুরুতেই মাত্র ৭ রান করে আউট হন ওপেনার ড্যানিয়াল হিউজ। এরপর ওপেনার স্টিভেন স্মিথ, জশ ফিলিপস ও অধিনায়ক মোজেস হেনরিকস—তিনজনই করেন সমান ২৪ রান। তবে মিডল অর্ডার ও লোয়ার অর্ডার ব্যাটারদের কেউই ২০ রানের গণ্ডি পেরোতে পারেননি।

পার্থ স্কর্চার্সের হয়ে বল হাতে দুর্দান্ত ছিলেন ঝাই রিচার্ডসন ও ডেভিড পাইনে। দুজনই নেন তিনটি করে উইকেট। এছাড়া গুরুত্বপূর্ণ দুটি উইকেট শিকার করেন মাহলি বেয়ার্ডম্যান। সুশৃঙ্খল বোলিংয়ে সিডনিকে চাপে রেখে ম্যাচের নিয়ন্ত্রণ শুরু থেকেই নিজেদের হাতে রাখে পার্থ।

১৩৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ সূচনা পায় পার্থ স্কর্চার্স। দুই ওপেনার ফিন অ্যালেন ও মিচেল মার্শ গড়ে তোলেন ৮৫ রানের জুটি, যা ম্যাচের ভাগ্য অনেকটাই নির্ধারণ করে দেয়। ফিন অ্যালেন ২২ বলে ৩৬ রান করে আউট হলেও ততক্ষণে কাজ সেরে ফেলেন। মিচেল মার্শ খেলেন দায়িত্বশীল ইনিংস, তার ব্যাট থেকে আসে ৪৪ রান।

মাঝখানে অ্যারন হার্ডি (৫) ও অধিনায়ক অ্যাস্টন টার্নার (২) দ্রুত ফিরলেও জয় পেতে কোনো সমস্যা হয়নি। শেষদিকে কুপার কনোলিকে সঙ্গে নিয়ে জয় নিশ্চিত করেন জশ ইংলিশ। ইংলিশ ২৯ ও কনোলি ২ রানে অপরাজিত থেকে দলকে ১৫ বল হাতে রেখেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেন।

এই জয়ের মাধ্যমে বিবিএলের ইতিহাসে সর্বোচ্চ ট্রফি জয়ের রেকর্ড আরও বাড়াল পার্থ স্কর্চার্স। এর আগে সিডনি সিক্সার্স তিনবার ও ব্রিসবেন হিট দুইবার শিরোপা জিতেছে। একবার করে চ্যাম্পিয়ন হয়েছে সিডনি থান্ডার, মেলবোর্ন রেনেগাডস, মেলবোর্ন স্ট্রাইকার্স ও হোবার্ট হারিকেন্স।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...