Logo Logo

দেশ ছাড়ার গুঞ্জনের মধ্যেই সকাল সকাল বিসিবিতে হাজির বুলবুল


Splash Image

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের দেশ ত্যাগের গুঞ্জন নিয়ে গত রাতভর ক্রিকেটাঙ্গন উত্তপ্ত থাকলেও, আজ সোমবার সকালে নাটকীয়তার অবসান ঘটেছে। সকল জল্পনা-কল্পনা উড়িয়ে দিয়ে বেলা ১১টা নাগাদ মিরপুর শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হাজির হয়েছেন বিসিবি সভাপতি।


বিজ্ঞাপন


গত রোববার সন্ধ্যা থেকেই গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, বিসিবি সভাপতি দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পাড়ি দিচ্ছেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ ক্রীড়া মহলে ব্যাপক আলোচনা শুরু হয়। তবে বিসিবির একাধিক পরিচালক রাতেই নিশ্চিত করেছিলেন যে, বুলবুল দেশেই আছেন। স্বয়ং বিসিবি সভাপতিও গতকাল জানিয়েছিলেন, তাঁর দেশ ছাড়ার কোনো পরিকল্পনা নেই। আজ সকালে স্টেডিয়ামে হাজির হয়ে মাঠের চারপাশে পায়চারি করার মাধ্যমে তিনি তাঁর অবস্থানের বিষয়টি পরিষ্কার করলেন।

পূর্ণ মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকেই আমিনুল ইসলাম বুলবুল বিসিবির ইতিহাসে অন্যতম কঠিন সময় পার করছেন। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়েছিল বাংলাদেশ। তবে আইসিসি বাংলাদেশের সেই দাবি নাকচ করে দিয়ে তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে। এর ফলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও অংশগ্রহণ নিশ্চিত করতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা।

মাঠের ব্যর্থতার পাশাপাশি বিসিবির অন্দরমহলেও চলছে চরম অস্থিরতা। বোর্ড পরিচালকদের একজনের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার গুরুতর অভিযোগ উঠেছে, যার জেরে তিনি অডিট কমিটি থেকে পদত্যাগ করেছেন। এছাড়া সম্প্রতি বিসিবি পরিচালক ইশতিয়াক সাদেকও তাঁর পদ থেকে ইস্তফা দিয়েছেন। এমন টালমাটাল ও অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই সভাপতির দেশ ছাড়ার গুজব ডালপালা মেলেছিল।

সংশ্লিষ্টরা মনে করছেন, বিসিবি সভাপতি আজ সশরীরে বোর্ডে উপস্থিত হয়ে কর্মকর্তাদের বার্তা দিয়েছেন যে, কঠিন এই পরিস্থিতি তিনি শক্ত হাতেই মোকাবিলা করতে চান। এখন দেখার বিষয়, আইসিসির সাথে সৃষ্ট জটিলতা এবং বোর্ডের অভ্যন্তরীণ অস্থিরতা কাটিয়ে আমিনুল ইসলাম বুলবুল কীভাবে দেশের ক্রিকেটকে পুনরায় কক্ষপথে ফেরান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...