Logo Logo

৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট


Splash Image

আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকালীন পরিস্থিতির প্রেক্ষাপটে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত করার নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে আবেদন করা হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (২৮ জানুয়ারি) পরীক্ষার্থীদের পক্ষ থেকে হাইকোর্টে এই রিট দায়ের করেন আইনজীবী অ্যাডভোকেট নাজমুস সাকিব।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পূর্ব ঘোষণা অনুযায়ী, আগামী ৩০ জানুয়ারি (শুক্রবার) ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে দেশের বর্তমান নির্বাচনী পরিস্থিতির কারণে পরীক্ষার্থীরা এই পরীক্ষাটি পিছিয়ে দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় বিষয়টি এখন আদালতের দ্বারস্থ হয়েছে।

পিএসসির পক্ষ থেকে ইতোপূর্বে জানানো হয়েছিল, আগামী ৩০ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কমিশনের ওয়েবসাইট এবং টেলিটকের মাধ্যমে আসন বিন্যাস ও অন্যান্য নির্দেশনা যথাসময়ে প্রকাশেরও প্রস্তুতি ছিল সংস্থাটির।

উল্লেখ্য, গত বছরের ২৬ নভেম্বর ৫০তম বিসিএসের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। ৪ ডিসেম্বর থেকে শুরু হওয়া আবেদন প্রক্রিয়া শেষ হয় ৩১ ডিসেম্বরের মধ্যে। বিপুল সংখ্যক চাকরিপ্রত্যাশী এই বিসিএসে অংশগ্রহণের জন্য আবেদন করেছেন।

হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে রিট আবেদনটির শুনানি আগামী কাল অনুষ্ঠিত হতে পারে বলে আইনজীবী সূত্রে জানা গেছে। আদালত পরীক্ষা স্থগিতের বিষয়ে কোনো অন্তর্বর্তীকালীন আদেশ দেয় কি না, সেদিকেই এখন তাকিয়ে আছেন হাজারো পরীক্ষার্থী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...