Logo Logo

ডা. কে এম বাবরের পক্ষে ধানের শীষের প্রচারণা চালাল পৌর বিএনপির মেহেদী হাসান ববি


Splash Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ সামনে রেখে বিএনপি মনোনীত প্রার্থী ডা. কে এম বাবরের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছে গোপালগঞ্জ পৌর বিএনপি।


বিজ্ঞাপন


রোববার (২৬ জানুয়ারি ২০২৬) গোপালগঞ্জ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে এ প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন গোপালগঞ্জ পৌর বিএনপির ১২ নম্বর ওয়ার্ড সভাপতি মেহেদী হাসান ববি।

প্রচারণাকালে ধানের শীষ প্রতীক নিয়ে এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিএনপির রাষ্ট্র সংস্কার ও গণতন্ত্র পুনরুদ্ধারের বার্তা তুলে ধরেন।

পথসভায় বক্তারা বলেন, দেশের চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট থেকে উত্তরণে বিএনপির কোনো বিকল্প নেই। তারা বলেন, ডা. কে এম বাবর একজন সৎ, যোগ্য ও জনগণের পরীক্ষিত নেতা। তাকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান বক্তারা।

এ সময় গোপালগঞ্জ পৌর বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...