বিজ্ঞাপন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা (এনপিএস) ন্যাশনাল প্রেস সোসাইটির গোপালগঞ্জ জেলা কমিটির সভাপতি সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকার-এর নেতৃত্বে অনুষ্ঠিত এ মাসিক সভায় টুঙ্গিপাড়া উপজেলা কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।
সভায় সভাপতির বক্তব্যে সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকার বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের অবশ্যই দেশের সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচন পর্যবেক্ষণের ক্ষেত্রে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী যথাযথ অনুমতি গ্রহণ, সংস্থার পরিচয়পত্র, প্রেসকার্ডসহ প্রয়োজনীয় সকল ডকুমেন্ট সঙ্গে রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি তিনি রাষ্ট্র ও সরকারের ছায়া সরকারের ভূমিকা পালনে সাংবাদিক সমাজের দায়িত্বশীল অবস্থান নিশ্চিত করার আহ্বান জানান।
তিনি আরও স্পষ্ট করে বলেন, ন্যাশনাল প্রেস সোসাইটি কোনো রাজনৈতিক সংগঠন নয় এবং এটি কোনো লাভজনক প্রতিষ্ঠানও নয়। এটি একটি অরাজনৈতিক, পেশাদার ও মানবাধিকারভিত্তিক সংগঠন হিসেবে দেশ ও জাতির স্বার্থে কাজ করে যাচ্ছে।
সভায় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নিয়ামত আলি শেখ, টুঙ্গিপাড়া উপজেলা সভাপতি মোহাম্মদ আমিনুর শেখ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ বাপ্পি শেখ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মিকাইল শেখ, ভাইস প্রেসিডেন্ট শুধাংসু ও সুশান্ত মালাকা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদিকা সেলিনা, মহিলা বিষয়ক সম্পাদিকা হাবিবা আক্তার, কার্যকরী সদস্য নিরুপম রয়, টিটব গাইন, অসিত জয়ধর, মাসুদ বিশ্বাস, অপূর্বসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীবৃন্দ।
সভা শেষে টুঙ্গিপাড়া উপজেলা কমিটির পক্ষ থেকে জেলা সভাপতি সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকারকে প্রতিশ্রুতি দিয়ে জানানো হয়, টুঙ্গিপাড়া উপজেলা কমিটিকে একটি মডেল কমিটি হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক চেষ্টা চালানো হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...