বিজ্ঞাপন
শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
পুলিশ সূত্রে জানা গেছে, ছাতক থানা পুলিশের একটি চৌকস টিম শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় পৃথক দুটি স্থান থেকে আবুল লেইছ (৪২) ও মাসুদ রানা (৩৫) নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তল্লাশিকালে তাদের কাছ থেকে মোট ১৫ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আবুল লেইছ ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের দিঘলী-চাকলপাড়া গ্রামের আব্দুল কাদিরের পুত্র। অন্যদিকে, মাসুদ রানা একই ইউনিয়নের তকিপুর গ্রামের মৃত রাশিদ আলীর পুত্র। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছাতক থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, যার নম্বর ২৩(১)২৬।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আজ তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও হুশিয়ারি দিয়ে বলেন, “উপজেলায় মাদকের বিস্তার রোধে পুলিশের জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...