Logo Logo

বিএনপি সরকার গঠন করলে নারীদের জন্য ফ্যামিলি কার্ড প্রদান করা হবে : সাবরিনা আহমেদ


Splash Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়ন মহিলাদলের উদ্যোগে এক বিশাল নির্বাচনী কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে কহলদিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সেলিমুজ্জামান সেলিমের সহধর্মিণী, বিশিষ্ট লেখক ও গবেষক সাবরিনা বিনতে আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে সাবরিনা বিনতে আহমেদ বলেন, “তৃণমূল পর্যায়ের নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বিএনপি সরকার গঠন করলে ‘ফ্যামিলি কার্ড’ প্রদান করা হবে। নারীদের ক্ষমতায়ন নিশ্চিত করা এবং তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধিতে দল সর্বোচ্চ গুরুত্ব দেবে। ধানের শীষের বিজয় মানেই সাধারণ মানুষের অধিকার আর অর্থনৈতিক মুক্তি।”

তিনি আরও বলেন, “জনগণের হারানো ভোটের অধিকার ফিরিয়ে আনতে মহিলাদলের নেতাকর্মীদের সাহসিকতার সঙ্গে মাঠে থাকতে হবে। প্রতিটি ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষকে ভোটের গুরুত্ব বোঝাতে হবে। ধানের শীষের পক্ষে জনমত গঠনে নারীরাই অগ্রণী ভূমিকা পালন করবে।”

বাটিকামারী ইউনিয়ন মহিলাদলের সভাপতি লুবনা বেগমের সভাপতিত্বে এবং উপজেলা মহিলাদলের সাধারণ সম্পাদক রুপা লতা মন্ডলের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলাদলের সভানেত্রী জহুরা বেগম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল আউয়াল ফকির, বিএনপি নেতা শাহ সিরাজদৌলা বাবু ফকির, সমাজসেবী কাজী মিজানুর রহমান, রুশনি কুরাইশি, মিঠু মোল্যা, তাহমিনা শারমিন রিতা, রুবাইনা রাখি রোজি, উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক মমতাজ বেগম, শ্রমিকদল নেতা মেহেদী হাসান টিটো, উপজেলা যুবদলের সদস্য নাজমুল মিয়া এবং উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জোবায়ের মাতুব্বর।

সভায় উপস্থিত বাটিকামারী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা মহিলাদলের নেতাকর্মীরা আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করে সেলিমুজ্জামান সেলিমকে জয়ী করার শপথ গ্রহণ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...