বিজ্ঞাপন
এর মাধ্যমে প্রথম দল হিসেবে একাধিকবার এই প্রতিযোগিতার শিরোপা ঘরে তুলল পর্তুগিজরা।
ম্যাচের ২১ মিনিটেই স্পেনকে এগিয়ে দেন মার্তিন জুবিমেন্দি। কিন্তু আনন্দ স্থায়ী হয়নি বেশি সময়, মাত্র পাঁচ মিনিট পরই নুনো মেন্দেসের গোলে সমতায় ফেরে পর্তুগাল। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই আবারও স্পেন এগিয়ে যায় মিকেল ওইয়ারসাবালের গোলে।
৬১ মিনিটে হেডের মাধ্যমে দুর্দান্ত গোল করেন ক্রিস্টিয়ানো রোনালদো, যেটি পর্তুগালকে আবার সমতায় ফিরিয়ে আনে। এরপর নির্ধারিত ৯০ মিনিট শেষে ২-২ সমতায় থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও কোনো গোল না হওয়ায় ফাইনালের ভাগ্য নির্ধারিত হয় টাইব্রেকারে।
টাইব্রেকারে স্পেনের হয়ে গোল করেন মিকেল মেরিনো, আলেক্স বায়েনা ও ইসকো। কিন্তু আলভারো মোরাতা যখন শট নেন, পর্তুগিজ গোলকিপার দিয়েগো কস্তা দুর্দান্ত সেভে তা ফিরিয়ে দেন। এটাই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট।
পর্তুগালের হয়ে টাইব্রেকারে লক্ষ্যভেদ করেন গন্সালো রামোস, ভিতিনিয়া, ব্রুনো ফার্নান্দেস, নুনো মেন্দেস এবং রুবেন নেভেস। নেভেসের শটে গোল নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয় পর্তুগিজদের বিজয় উদযাপন। আবেগ ধরে রাখতে পারেননি রোনালদো—শিরোপা হাতে নিয়েই চোখ ভিজে যায় তার।
২০১৯ সালের পর আবারও নেশনস লিগের ট্রফি ঘরে তুলল পর্তুগাল। এবার প্রতিপক্ষ স্পেন হলেও, দৃঢ় মনোবল আর অভিজ্ঞতায় এগিয়ে ছিল রোনালদো বাহিনী। আন্তর্জাতিক ফুটবলে আরেকটি উল্লেখযোগ্য সাফল্যের সাক্ষী হলো ফুটবলপ্রেমীরা।