Logo Logo
খেলা

ভিনিসিয়ুসের গোলে বিশ্বকাপে খেলা নিশ্চিত করলো ব্রাজিল


Splash Image

রিয়াল মাদ্রিদের জার্সিতে নিজেকে বিশ্বসেরা তারকায় রূপান্তরিত করেছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। কিন্তু জাতীয় দলের জার্সিতে তাঁর প্রভাব এতদিন খুব একটা নজরে আসেনি। এবার সেই ছায়া সরিয়ে আলোয় ফিরলেন এই তরুণ ব্রাজিলিয়ান।


বিজ্ঞাপন


আর তা সম্ভব হলো পুরোনো গুরু কার্লো আনচেলত্তির অধীনে, যিনি রিয়াল ছেড়ে এসে ব্রাজিল দলের হাল ধরেছেন।

বুধবার ভোরে কনমেবল বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে ব্রাজিল। আনচেলত্তির দায়িত্বে এটি ছিল তাঁর প্রথম ম্যাচ, যেখানে জয় এনে দিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। ম্যাচের প্রথমার্ধের শেষ মিনিটে (৪৪তম মিনিটে) পাওয়া গোলটিই নির্ধারক হয়ে দাঁড়ায়।

গোলটির পেছনে অবদান ছিল ম্যাথিয়াস কুনহার। ডি-বক্সের ভেতরে দারুণ বোঝাপড়ার মাধ্যমে তাঁর কাটব্যাক পাস খুঁজে নেয় ভিনিসিয়ুসকে। প্যারাগুয়ের রক্ষণকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে দ্বিতীয়বার ভাবেননি রিয়ালের এই গতিময় ফরোয়ার্ড। যদিও এই জয় ছিল অনেকটাই প্রত্যাশিত—কারণ ফিফা র‍্যাঙ্কিংয়ে ৪৮ নম্বরে থাকা প্যারাগুয়ে তুলনামূলকভাবে দুর্বল প্রতিপক্ষ।

তবে জয় এলেও পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নন ব্রাজিল সমর্থকরা। বিশেষ করে বাছাইপর্বে আগের ৫ ম্যাচে মাত্র ১ জয় পাওয়া দলটির কাছ থেকে আরও দাপুটে ফুটবল প্রত্যাশা ছিল সবার। এই ম্যাচেও গোলের সুযোগ নষ্ট হয়েছে একাধিকবার। ২২ থেকে ২৮ মিনিটের মধ্যে অন্তত তিনটি নিশ্চিত সুযোগ হাতছাড়া করে ব্রাজিল।

দ্বিতীয়ার্ধে বলের দখল ব্রাজিলের দিকেই ছিল, তবে গোলের দেখা আর মেলেনি। বরং দুটি বড় সুযোগ পেয়েছিল প্যারাগুয়ে। ৬০ মিনিটে সানাব্রিয়ার শট ঠেকান ব্রাজিল গোলরক্ষক অ্যালিসন বেকার। ৭২ মিনিটে জুনিয়র আলোনসোর হেড গোলপোস্ট ছুঁয়ে বাইরে চলে যায়।

শেষদিকে বারবার আক্রমণে গেলেও স্ট্রাইকারদের ব্যর্থতায় ব্যবধান বাড়াতে পারেনি ব্রাজিল। তবু জয়টা ছিল মূল্যবান। এই জয়ে কনমেবল অঞ্চলের বাছাইপর্বে পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে এসেছে ব্রাজিল। ১৬ ম্যাচ শেষে ২৫ পয়েন্ট নিয়ে তারা নিশ্চিত করেছে ২০২৬ বিশ্বকাপের টিকিট।

আরও পড়ুন

নামাজে সাহু সিজদা দিতে ভুলে গেলে করণীয় কী? জেনে নিন ইসলামিক দৃষ্টিকোণ
নামাজে সাহু সিজদা দিতে ভুলে গেলে করণীয় কী? জেনে নিন ইসলামিক দৃষ্টিকোণ
হাবিপ্রবিতে  দুই দিনব্যাপী ব্র‍্যাকনেট প্রেজেন্টস আই কম্পিউটার সোসাইটি সামার সিম্পোজিয়াম
হাবিপ্রবিতে দুই দিনব্যাপী ব্র‍্যাকনেট প্রেজেন্টস আই কম্পিউটার সোসাইটি সামার সিম্পোজিয়াম